ভেড়ামারায় মন্দিরে ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরীর অনুদান প্রদা
জাহিদ হাসান ঃ
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়ন ও বাহাদুরপুর ইউনিয়নের মোট ৬টি পূজা মণ্ডপে অনুদান প্রদান করেছেন কুষ্টিয়া-২ (মিরপুর ও ভেড়ামারা) আসনের ধানের শীষ প্রতিকের কান্ডারী জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক কোষাধ্যক্ষ ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী।
গত শনিবার সন্ধ্যায় তার পক্ষ থেকে আর্থিক অনুদান হিসেবে প্রদত্ত উপহার সামগ্রী সংশ্লিষ্ট পূজা মণ্ডপে তুলে দেন ভেড়ামারা পৌর কৃষকদলের সভাপতি মোঃ আশরাফুল আলম (রিপন) ও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোখলেসুর রহমান (সবুজ)। এসময় ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরীর স্নেহভাজন প্রিন্স মাহমুদ রুবেলসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
স্থানীয়রা এ উদ্যোগকে আন্তঃসম্প্রীতি ও সামাজিক বন্ধনের অনন্য দৃষ্টান্ত বলে মন্তব্য করেন।