সুজন তানোর (রাজশাহী) প্রতিনিধি:
সনাতন ধর্মাবোলম্বীদের সর্ববৃহত ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাকে ঘিরে রাজশাহীর-১ ভিআইপি আসনে ১০০টি পূজামণ্ডপ পরিদর্শনের মাধ্যমে নির্বাচনী প্রচার-প্রচারনায় ব্যস্ত ছিলেন মনোনয়ন প্রত্যাশী নেতারা।ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির মনোনয়ন প্রত্যাশী নেতাদের পাশাপাশি নির্বাচনী প্রচারণা চালিয়েছেন জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থীরা।রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন,সনাতন ধর্মের ভোটারদের আকৃষ্ট করার পাশাপাশি দলের মনোনয়ন পেতে কেন্দ্রীয় নেতাদের দৃষ্টি আকর্ষণ করতেই বিএনপির মনোনয়ন প্রত্যাশী নেতারা ব্যাপক প্রচার-প্রচারনা চালিয়েছেন।তবে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতাদের দলীয় মনোনয়ন চূড়ান্ত হলেও তারাও বসেছিলেন না। জামায়াতের নেতারা হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও পূজা উদযাপন পরিষদের নেতাদের সাথে বৈঠক করে তাদের পাশে থাকার ঘোষণা দিয়েছেন। এছাড়া ইতিপূর্বে বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা নিজ নিজ নির্বাচনী এলাকায় গণসংযোগ করলেও দুর্গাপূজা উপলক্ষে ব্যাপক তৎপর ছিলেন। গত বুধবার দুর্গাপূজা শুরুর পর থেকে বৃহস্পতিবার (১-২ অক্টোবর) বিজয়া দশমীর দিন পর্যন্ত মনোনয়ন প্রত্যাশীরা তাদের কর্মী সমর্থকদের নিয়ে নিজ নিজ নির্বাচনী এলাকার প্রায় প্রতিটি পূজা মণ্ডপ পরিদর্শন,মন্দির কমিটির নেতৃবৃন্দ ও সনাতন ধর্মাবোলম্বী নারী-পুরুষদের সাথে মতবিনিময় করে দলীয় প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করেছেন।খোঁজ নিয়ে জানা গেছে, রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনে বিএনপির অসংখ্য নেতারা মনোনয়ন প্রত্যাশী হলেও শারদীয় দুর্গা পূজা উপলক্ষে সনাতন ধর্মাবোলম্বীদের মাঝে শুভেচ্ছা বিনিময় করেন রাজশাহী-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী,বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সাবেক সামরিক সচিব ও রাজনৈতিক উপদেষ্টা পরিষদের সদস্য মেজর জেনারেল (অবঃ) শরিফ উদ্দিন। হিন্দু সম্প্রদায়ের মানুষরাও তাকে কাছে পেয়ে খুশি না হয়ে বিভিন্ন রকমের কথা বলছেন। এবং হিন্দু সম্প্রদায়ের লোকজন বলছেন নিমন্ত্রণ খেতে গেলে খালি হাতে খাওয়া যায় না।কিছু দিতে হয়।অপর মনোনয়ন প্রত্যাশী রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী জিয়াউর রহমান ফাউন্ডেশনের আজীবন সদস্য বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক এডভোকেট সুলতানুল ইসলাম তারেক তার ব্যক্তিগত অর্থায়নে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে বিভিন্ন পূজা মণ্ডপে আর্থিক অনুদান প্রদান করেছেন। মণ্ডপ পরিদর্শনকালে তিনি মন্দির কমিটির নেতৃবৃন্দ ও সনাতন ধর্মাবোলম্বী নারী-পুরুষদের কাছে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের শারদীয় শুভেচ্ছা পৌঁছে দিয়েছেন। পাশাপাশি মতবিনিময় সভায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ মার্কায় সবাইকে ভোট দেওয়ার জন্য আহবান করেন।হিন্দু সম্প্রদায়ের মানুষরাও এডভোকেট সুলতানুল ইসলাম তারেক কে কাছে পেয়ে মন্দির কমিটির নেতৃবৃন্দ অনেক খুশি এবং হিন্দু সম্প্রদায়ের ভক্তরা তাকে আশীর্বাদ করেন।পাশাপাশি এ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী নায়েবে আমির অধ্যাপক মজিবুর রহমান হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন।