সুজন তানোর (রাজশাহী) প্রতিনিধি:
প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে রাজশাহীর তানোরে শেষ হয়েছে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।বৃহস্পতিবার(২ অক্টোবর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পূজা বিসর্জন কামার গাঁ এলাকার নদীর ঘাট ও বিভিন্ন এলাকার পুকুরে পূজা মন্ডপের প্রতিমা বিসর্জন দেওয়া হয়।ওই সময় উলুধ্বনি, ঢাকের বাদ্য,কাসর ঘন্টা আর ধুপ-ধোঁয়ার আরতিতে সেখানে এক ভিন্ন পরিবেশের সৃষ্টি হয়।এর আগে কামার গাঁ বাজার মন্দির চত্বরে দুর্গার চরণে সিঁদুর ছোঁয়ানো ও হিন্দু নারীদের মধ্যে সিঁদুর খেলা অনুষ্ঠিত হয়।কামার গাঁ বাজার পূজা উদযাপন পরিষদ ওই সিঁদুর খেলার আয়োজন করে।এদিকে প্রতিমা বিসর্জন উপলক্ষে কামার গাঁ ও আশপাশের এলাকায় হিন্দু পূণ্যার্থী ও ধর্ম-বর্ণ নির্বিশেষে বিপুল লোকের সমাগম হয়।বিসর্জনের নিরাপত্তায় পুলিশ,আনছার সদস্যদের পাশাপাশি পূজা উদযাপন কমিটির নিজস্ব ভলান্টিয়াররাও দায়িত্ব পালন করেন।এই বিষয়ে তানোর উপজেলা পূজা উৎযাপন পরিষদের সভাপতি শ্যাম দত্ত বলেন,গত বছরের চেয়ে এবার ৯টি পূজা বেশি।এবার দুর্গাপূজা ছিল অনেক চ্যালেঞ্জিং।দুর্গাপূজা শুরুর আগেই অনেকেই শঙ্কা প্রকাশ করেছেন।কিন্তু এবার দুর্গাপূজা অনেক জাঁকজমকপূর্ণ ও শান্তি পূর্ণভাবে উদযাপিত হয়েছে।শারদীয় দুর্গা উৎসবে সহযোগিতা করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও রাজনৈতিক দলের নেতা-কর্মিরা।তাই নির্ভিঘ্নে পুজা বির্সজন করতে পেরে আমরা খুশি।উল্লেখ্য,তানোর উপজেলা এবার ৫৮টি পূজামন্ডপে শারদীয় দুর্গোৎসব উদযাপিত হয়।দেবীকে বিদায় জানাতে নদীর ঘাটে উপস্থিত ছিলেন হিন্দুধর্মের হাজারো ভক্তরা।হাজারো মানুষ প্রতিমা বিসর্জন দেখতে জড়ো হয়েছেন নদীর ঘাটে।প্রতিমা বিসর্জনের সময় অনেক ভক্ত অশ্রুসিক্ত থাকেন।আবার অনেকেই ক্ষণটিকে সুন্দর করে কাটাতে নেচে-গেয়ে উদযাপন করেন।