শ্রীপুরে জমকালো আয়োজনে খুশি মিঠাই ঘর’-এর শুভ উদ্বোধ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার শ্রীপুর চৌরাস্তা এলাকায় এমপি মার্কেটে জমকালো আয়োজনে শুভ উদ্বোধন হলো নতুন প্রতিষ্ঠান “খুশি মিঠাই ঘর”। উন্নতমানের ও বিশুদ্ধ মিষ্টি সরবরাহের অঙ্গীকার নিয়ে এ প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হলো।
শুক্রবার বিকেলে আসরের নামাজ শেষে জাকজমকপূর্ণ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়। উদ্বোধনীতে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থেকে নবযাত্রাকে প্রাণবন্ত করে তোলেন। এসময় উপস্থিত ছিলেন শ্রীপুর পৌর বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি আবুল মুনসুর মন্ডল, সিরাজ উদ্দিন কাইয়াঁ, শ্রীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক টিপু সুলতান, সাফায়েত হোসেন আকন্দ, বিশিষ্ট সমাজসেবক নাসিম মন্ডল, শ্রীপুর পৌর কৃষক দলের সদস্য সচিব রাহাত হাসান জুয়েল, মুফতি শামীম আহমেদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়, খুশি মিঠাই ঘরে সর্বদা বিশুদ্ধ উপকরণে তৈরি সুস্বাদু মিষ্টি পাওয়া যাবে। স্থানীয় জনগণের দীর্ঘদিনের চাহিদা পূরণ ও মানসম্পন্ন মিষ্টির ঘাটতি দূর করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। তারা আশা প্রকাশ করেন, খুশি মিঠাই ঘর শ্রীপুরবাসীর আস্থা অর্জন করবে এবং মানসম্মত পণ্য সরবরাহের মাধ্যমে সুনাম কুড়াবে।
স্থানীয় জনগণও মনে করছেন, নতুন এই মিষ্টির দোকান উদ্বোধনের ফলে বাজারে প্রতিযোগিতা বাড়বে এবং ভোক্তারা সহজেই মানসম্মত মিষ্টি উপভোগের সুযোগ পাবেন। উদ্বোধনী দিনে উপস্থিত অতিথি ও সুধীজনরা নবযাত্রায় খুশি মিঠাই ঘরের সাফল্য কামনা করেন।