ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নে শালিসি বৈঠককে কেন্দ্র করে সংঘর্ষে একজন নিহত হওয়ার ঘটনায় দায়ের করা হত্যা মামলার এজাহারভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে ভাঙ্গা থানা পুলিশ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৪ অক্টোবর) রাত ৯টার দিকে ভাঙ্গা থানা পুলিশের একটি বিশেষ দল রাজৈর উপজেলার টেকেরহাট এলাকায় অভিযান চালিয়ে আসামিকে গ্রেফতার করে।
পুলিশ সূত্রে জানা যায়, ভাঙ্গা থানার মামলা নং ১৪, তারিখ ২৯ সেপ্টেম্বর ২০২৫, ধারা ১৪৩/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/৩০২/৫০৬(২)/১১৪ পেনাল কোডে দায়েরকৃত মামলার এজাহারনামীয় ৯ নং আসামি ওসমান খা (৪০), পিতা—বালা খা, আলগী ইউনিয়নের বাসিন্দা।
ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, গ্রেফতারকৃত আসামিকে থানায় আনা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।