বিএনপির ধানের শীষে ভোট চাইতে কাপাসিয়ায় ড. এম এ হাসেম চৌধুরীর গণসংযো
গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনয়নপ্রত্যাশী প্রার্থী, বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ড. এম এ হাসেম চৌধুরী, ব্যাপক গণসংযোগ কার্যক্রম চালিয়েছেন।
শুক্রবার (১৭ অক্টোবর) সকালে উপজেলার চাঁদপুর ও রাণীগঞ্জ বাজার এলাকায় তিনি এই গণসংযোগ করেন। এ সময় তিনি স্থানীয় ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তি ও দলীয় নেতা-কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এছাড়া, বিএনপির নির্বাচনী প্রতীক ‘ধানের শীষ’-এ ভোট চেয়ে তিনি লিফলেট বিতরণ করেন।
একান্ত সাক্ষাৎকারে ড. হাসেম চৌধুরী বলেন, “দলীয় উচ্চকমান্ড যদি আমাকে মনোনয়ন দেয় এবং জনগণ ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করে, তাহলে আমি কাপাসিয়ার সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করব।”
তিনি আরও বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়ে একটি সুশাসনভিত্তিক, সন্ত্রাস ও মাদকমুক্ত কাপাসিয়া গড়ে তোলাই আমার লক্ষ্য। স্বাধীনতার পর থেকে এই এলাকা উন্নয়ন ও কর্মসংস্থানে অবহেলিত ছিল। আমি শিক্ষা, স্বাস্থ্য ও শিল্প উন্নয়নে গুরুত্ব দিতে চাই।”
তিনি দরিদ্র ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের সহায়তা এবং বৃত্তি প্রদানেরও অঙ্গীকার ব্যক্ত করেন।
স্থানীয় রাজনৈতিক মহল মনে করছে, ড. হাসেম চৌধুরীর এই মাঠ পর্যায়ের কার্যক্রম আগামী জাতীয় নির্বাচনে বিএনপির সক্রিয় প্রস্তুতিরই অংশ। তিনি ইতিমধ্যেই উপজেলার বিভিন্ন হাট-বাজার ও গ্রামে ঘুরে জনগণের সঙ্গে মতবিনিময় এবং ধানের শীষে ভোট চেয়ে প্রচারণা চালাচ্ছেন।