শ্রীপুরে বিএনপির উদ্যোগে নতুন সদস্য ও পুরাতন সদস্য নবায়
শ্রীপুর গাজীপুর প্রতিনিধি
৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে গাজীপুরের শ্রীপুরে গোসিংগা ইউনিয়ন ১ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে নতুন সদস্য ফরম ও পুরাতন সদস্য ফরম নবায়ন ধানের শীষ প্রতীক ভোট চেয়ে লিফলেট বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১৮ অক্টোবর শনিবার বিকালে কণপুর বাজারে গোসিংগা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক খন্দকার আসাদুজ্জামান এর সভাপতিত্বে সদস্য সচিব মোঃ সুমন আকন্দ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গাজীপুর জেলা বিএনপির ১ নং যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ডাঃ রফিকুল ইসলাম বাচ্চু।
উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেব, সদস্য সচিব খাইরুল কবির মন্ডল আজাদ, বীর মোহাম্মদ নূরে আব্দুল হাই, বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন মোড়ল, আলহাজ্ব সামসুদ্দীন সিকদার, নাসির উদ্দিন মোড়ল, উলামা দলের আহ্বায়ক কফিল উদ্দিন, ফেরদৌস আহমেদ বাবুল, আবুল কালাম আজাদ, মোতাহারসহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অধ্যাপক ডাঃ রফিকুল ইসলাম বাচ্চু বলেন, সমাজের ভালো মানুষদের বিএনপি রাজনীতিতে আসার জন্য আহ্বান জানাই। তাদের কে নতুন সদস্য ফরম পূরণ ও পুরাতন সদস্য নবায়ন করতে হবে।