মোঃ রিপন শেখ ভাঙ্গা ফরিদপুর প্রতিনিধি
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ভাঙ্গা ঈদগাহ মসজিদ মাঠ প্রাঙ্গণে এক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ অক্টোবর ২০২৫) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ সম্মেলন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়।
সম্মেলনে সভাপতিত্ব করেন ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোজাম্মেল হোসেন মিঠু। প্রধান অতিথি ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস. এম. জিলানী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহরিয়ার হোসেন শিথিল, ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, সাধারণ সম্পাদক আইয়ুব মোল্লাসহ তিন উপজেলার স্বেচ্ছাসেবক দলের প্রায় ৪৫০ থেকে ৫০০ জন নেতাকর্মী।
বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৪ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শহিদুল ইসলাম বাবুলকে বিজয়ী করার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।