বিশেষ সংবাদদাতা:
শিক্ষা, শৃঙ্খলা ও সংস্কৃতির সমন্বয়ে চট্টগ্রামের হালিশহর মুন্সীপাড়া উচ্চ বিদ্যালয়ে বৃহস্পতিবার (২৩ অক্টোবর ২০২৫) অনুষ্ঠিত হলো বছরের সবচেয়ে প্রতীক্ষিত আয়োজন—বার্ষিক পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক উৎসব। বিদ্যালয় প্রাঙ্গণজুড়ে রঙিন সাজসজ্জা ও শিক্ষার্থীদের প্রাণচাঞ্চল্যে ভরা ছিল উৎসবের আমেজ। অতিথি ও অভিভাবকদের অংশগ্রহণে দিনভর এই আয়োজন এক মিলনমেলায় পরিণত হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)-এর পরিচালক মোহাম্মদ শফিউল আলম। তিনি তার বক্তব্যে বলেন, “শিক্ষা হলো আদর্শ সমাজ গঠনের ভিত্তি, যা সংস্কৃতি ও ক্রীড়ার মাধ্যমে পরিপূর্ণতা পায়। বিদ্যালয়ের লক্ষ্য শিক্ষার্থীদের শুধু পরীক্ষার জন্য নয়, বরং জীবনগঠনের জন্য প্রস্তুত করা।”
প্রধান শিক্ষক জাফর ইকবাল স্বাগত বক্তব্যে বলেন, “আমাদের বিদ্যালয় শিক্ষার্থীদের নৈতিকতা, দেশপ্রেম ও মানবিক চেতনায় সমৃদ্ধ করে পূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলছে।”
প্রধান অতিথি হিসেবে উপস্থিত বাংলাদেশ ব্যাংকের পরিচালক মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, “সততা, শৃঙ্খলা ও দায়িত্ববোধ নিয়ে বেড়ে ওঠার জন্য আজকের শিক্ষার্থীরাই ভবিষ্যতের নেতৃত্ব দেবে।”
প্রধান বক্তা ও বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি লায়ন এম. এইচ. শাহ বেলাল শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “পাঠ্যবইয়ের বাইরে দৃষ্টিভঙ্গি প্রসারিত করাই নেতৃত্বের মূল ভিত্তি, আর ক্রীড়া ও সংস্কৃতি সেই গুণাবলী বিকাশে সহায়ক।”
বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন অভিভাবক সদস্য মোহাম্মদ মনজুর আলম, সহকারী প্রধান শিক্ষক মনোতোষ চন্দ্র দাশ, সহকারী পোস্ট মাস্টার জেনারেল মোহাম্মদ বেলাল হোসেন, খাস্তগীর বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শাহনাজ বেগম, এনআরবি ব্যাংকের হেড অব আইসিসিডি মোহাম্মদ কায়সার, কর পরিদর্শক এস. এম. নুরুল্লাহ জাহেদ, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের সহকারী ব্যবস্থাপক রাশেদা বেগম, প্রকৌশলী মোহাম্মদ আহসান উদ্দিন রাজু, ইঞ্জিনিয়ার আবদুল্লাহ আল রিফাত আদনান (শাওন), ডা. ফাহমিদা মনসুর, প্রকৌশলী রকি মল্লিক, এডভোকেট মোহাম্মদ মোরশেদ, সহকারী রাজস্ব কর্মকর্তা আবদুল্লাহ আল নোমান মজুমদার, ডা. ফোরকানুর রহমান আজাদ, ডা. ফারজানা জামাল ও ডা. নুরুল আফসার আশিক প্রমুখ।
অতিথিরা তাদের বক্তব্যে হালিশহর মুন্সীপাড়া উচ্চ বিদ্যালয়কে শিক্ষা ও সংস্কৃতির অনুকরণীয় দৃষ্টান্ত হিসেবে আখ্যায়িত করেন। তারা বলেন, “এই বিদ্যালয় শিক্ষার্থীদের আত্মবিশ্বাস, সৌন্দর্যবোধ ও নেতৃত্বগুণ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।”
দিনব্যাপী আয়োজনে শিক্ষার্থীরা দৌড়, লং জাম্প, চেয়ার দৌড়, বস্তা দৌড় ও ফল ধরো খেলার মতো নানা ইভেন্টে অংশ নেয়। সাংস্কৃতিক পর্বে গান, নৃত্য, আবৃত্তি ও নাট্য পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। পুরো অনুষ্ঠান করতালি ও উল্লাসে মুখরিত ছিল।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন প্রধান শিক্ষক জাফর ইকবাল, অন্যান্য শিক্ষক-কর্মচারী, স্কাউট ও গার্লস গাইড সদস্যবৃন্দ। সমাপনী পর্বে অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এবং শিক্ষার্থীদের সততা, অধ্যবসায় ও দেশপ্রেমের পথে চলার আহ্বান জানান।
উৎসবের শেষে বিদ্যালয় প্রাঙ্গণে একই প্রত্যয় ধ্বনিত হয়: “শিক্ষার আলো, সংস্কৃতির সৌন্দর্য ও ক্রীড়ার চেতনায় এগিয়ে যাক মুন্সীপাড়া উচ্চ বিদ্যালয়।