গাজীপুর-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ড. মোঃ জাহাঙ্গীর আলমের কাওরাইদ বাজারে গণসংযোগ
নিজস্ব প্রতিবেদক :
গাজীপুর-৩ আসন থেকে জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী ড. মোঃ জাহাঙ্গীর আলম আজ বিকেলে কাওরাইদ বাজারে গণসংযোগ কর্মসূচি পালন করেন। এ সময় তিনি স্থানীয় বাসিন্দাদের সাথে মতবিনিময় করেন এবং তার নির্বাচনি ইশতেহার ও ভিশন তুলে ধরেন। এলাকাবাসীর বিভিন্ন সমস্যা ও চাহিদা শুনে তিনি সেগুলো সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।
এই গণসংযোগে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত থেকে প্রার্থীকে সার্বিক সহযোগিতা করার অঙ্গীকার ব্যক্ত করেন। আগামী দিনগুলোতে অন্যান্য এলাকাতেও একই ধরনের গণসংযোগ চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে প্রার্থীর।