জনগনের দাবিতে এমপি প্রার্থী ইজাদুর রহমান মিলন:উন্নয়নের অঙ্গীকারে ভরপুর ঘোষণা
নজরুল ইসলাম,গাজীপুর।
“জনগণের গণদাবিতে এমপি নির্বাচনে প্রার্থীতার ঘোষণা দিয়েছি”— এমন বক্তব্যে নিজের প্রার্থীতা নিশ্চিত করেছেন গাজীপুর সদর উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিশিষ্ট শিক্ষাবিদ ইজাদুর রহমান মিলন।
তিনি বলেন, “দীর্ঘদিন জনগণের প্রতিনিধি হিসেবে কাজ করে যাচ্ছি, ভবিষ্যতেও জনগণের পাশে থেকে তাদের সেবায় নিয়োজিত থাকতে চাই।”
ইজাদুর রহমান মিলন ২০০৩ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত গাজীপুর সদরের বৃহত্তর মির্জাপুর ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।তার নেতৃত্বে বর্ষীয়ান রাজনীতিবিদ হাসান উদ্দিন সরকার ও শিক্ষিত গণ্যমান্য ব্যক্তিদের সহযোগিতায় ভাবানীপুরে প্রতিষ্ঠিতা করা হয় মুক্তিযোদ্ধা কলেজ, যেখানে তিনি ২০০৩ থেকে ২০১২ সাল পর্যন্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন।
পরবর্তীতে ২০১৪ সাল থেকে ২০২৪ সা পর্যন্ত তিনি গাজীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।২০২৪ সালের ৮ মে অনুষ্ঠিত সদর উপজেলা পরিষদ নির্বাচনেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঘোড়া প্রতিকে বিজয় লাভ করেছিলেন।
ইজাদুর রহমান মিলন এমপি হিসেবে নির্বাচিত হলে এলাকার উন্নয়নে একটি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান এবং ৫০০ শয্যা বিশিষ্ট আধুনিক চিকিৎসা ব্যবস্থার একটি হাসপাতাল প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেন।
এছাড়াও গাজীপুরের তরুণ–তরুণীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির ও স্থানীয়ভাবে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেন।
তিনি বলেন, “গাজীপুরের জনগণ আমাকে যেভাবে ভালোবাসা ও আস্থা দিয়েছে, আমি সে আস্থা উন্নয়ন কর্মকাণ্ডের মাধ্যমে আরও শক্তিশালী করতে চাই।”এবং গাজীপুরের এই আসনকে উন্নয়নের মাধ্যমে সারাদেশে প্রতিষ্ঠিত করতে চাই।মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, জুট ব্যবসায়ী মুক্ত গাজীপুর হিসেবে গড়ে তুলতে চাই।