শ্রীপুরে দুই শতাধিক কলেজ শিক্ষার্থী ছাত্রদলে যোগদান
আনোয়ার হোসেন, শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কার্যক্রমে উদ্বুদ্ধ হয়ে পিয়ার আলী বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রদলের আয়োজনে সাধারণ শিক্ষার্থীদের ছাত্রদলে যোগদান অনুষ্ঠান। প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় বিএনপির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গাজীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহ্বায়ক অধ্যাপক ডাঃ এস.এম, রাফিকুল ইসলাম বাচ্চু।
রবিবার ২৬ অক্টোবর সকাল ১১টায় পিয়ার আলী বিশ্ববিদ্যালয় কলেজের হল রুমে জুলাই আন্দোলনে ভুমিকা রাখা দুই শতাধিক ছাত্র-ছাত্রী ছাত্রদলে যোগদান করেন। এসময় প্রধান অতিথি সহ নেতৃবৃন্দরা ফুলদিয়ে তাদের বরণ করে নেন।
পিয়ার আলী বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মোঃ আল-আমীনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আর এস রিজভী’র সঞ্চালনায় যোগদান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব ও পিয়ার আলী বিশ্ববিদ্যালয় কলেজের দাতা সদস্য আলহাজ্ব বিল্লাল হোসেন বেপারী, উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য আবদুল হান্নান সজল মাস্টার,মোঃ আবুল বাসার সরকার,পিয়ার আলী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য মোঃ মনজুরুল ইসলাম, শিক্ষক প্রতিনিধি মাহমুদুল হাসান মানিক,নজরুল ইসলাম সেলিম।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ন-সাধারন সম্পাদক ও শ্রীপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জিয়াউল করিম রিফাত মোড়ল।