গাজীপুরে সাংবাদিকদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন, ২৪ ঘণ্টার আলটিমেটাম
গাজীপুর প্রতিনিধি:।
গাজীপুরে তিন সম্পাদকসহ পাঁচ সাংবাদিকের বিরুদ্ধে দায়েরকৃত মানহানির মামলার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল ১১টায় গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। ‘সাংবাদিক নির্যাতন বন্ধ কর, স্বাধীন গণমাধ্যম নিশ্চিত করো’ শীর্ষক এই কর্মসূচিতে বক্তারা মাজহারুল ইসলাম রুবেল নামে এক ব্যক্তির দায়ের করা “মিথ্যা ও ষড়যন্ত্রমূলক” মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান।
গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের সিনিয়র সহ-সভাপতি মো. ইব্রাহীম খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা হুঁশিয়ারি দেন যে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে এই মামলা প্রত্যাহার না করলে তারা আরও জোরালো আন্দোলন গড়ে তোলবেন।
তারা ঘোষণা দেন যে প্রয়োজনবোধে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে রুবেলের বিরুদ্ধে স্মারকলিপি প্রদান করা হবে এবং সারাদেশব্যাপী ব্যাপক আন্দোলনের হুমকি দেন।
বক্তারা এই মামলাকে স্বাধীন সাংবাদিকতার উপর সরাসরি আঘাত হিসেবে আখ্যায়িত করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
মানববন্ধনে গাজীপুর জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা ব্যাপকভাবে অংশগ্রহণ করেন।