যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন মো. মোশারফ হোসেন
নিজস্ব প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঈশ্বরদী পৌর যুবদলের পক্ষ থেকে দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মো. মোশারফ হোসেন। আজ রবিবার (২৬ অক্টোবর) রাতে ঢাকার টাইমকে দেওয়া এক বিবৃতি বার্তায় শুভেচ্ছা জানান যুবদলের সাবেক নেতা মো. মোশারফ হোসেন। শুভেচ্ছা বার্তায় মো. মোশারফ হোসেন জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলে’র ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঈশ্বরদী উপজেলা ও পৌর যুবদলসহ বিএনপি পরিবারের সকল নেতাকর্মীদেরকে শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জানান ১৯৭৮ সালের ২৭ অক্টোবর যুবদল প্রতিষ্ঠা করেছিলেন সাবেক রাষ্ট্রনায়ক বীর উত্তম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তিনি আরো বলেন, সাবেক রাষ্ট্রনায়ক বীর উত্তম শহীদ জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ লালন করে তার হাতে গড়া বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল আগামীর রাষ্ট্রনায়ক এবং বর্তমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ও তার দিকনির্দেশনায় সকল ধরনের আন্দোলন সংগ্রামে ঈশ্বরদী উপজেলা ও পৌর বাসী আগেও যেমন একসঙ্গে কাজ করেছে এখনো করবে এবং ভবিষ্যতে তারা কাঁধে কাঁধ মিলে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। পরবর্তীতে দলটির প্রধান, সাবেক সফল প্রধামন্ত্রী, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশ, জাতি ও রাষ্ট্র গঠনে কাজ করে আসছেন। তাই প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে আমাদেরকে শপথ নিতে হবে গণতন্ত্র প্রতিষ্ঠা করা, আর সে লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে হবে।
যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীর সফলতা কামনা করছি সেই সাথে ঈশ্বরদী উপজেলা ও পৌরবাসীসহ বিএনপি পরিবারের সকল নেতাকর্মী এবং সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা ও শুভকামনা জানাচ্ছি।