গাজীপুরে জাল দলিল চক্রের এক ব্যক্তি সেনাবাহিনীর হাতে আ
স্টাফ রিপোটার :
গাজীপুরে অবস্থিত এসপি অফিসের বিপরীতে সামাদ মার্কেট সংলগ্ন একটি পুকুরপাড়ে পরিচালিত একটি জাল দলিল প্রস্তুতকারী কারখানায় অভিযান চালিয়ে একজনকে আটক করেছে সেনাবাহিনী। আটক ব্যক্তি সোহেল রানা, যিনি অভিযুক্ত হাবিবুল্লাহ নামে এক ব্যক্তির সহকারী হিসেবে কাজ করছিলেন।
জানা গেছে, মো. হাবিবুল্লাহ, যিনি নিজেকে বি.এসএস ও এল.এল.বি অধ্যয়নরত দাবি করেন, দীর্ঘদিন ধরে ওই এলাকায় ভুয়া দলিল, সনদপত্র ও অন্যান্য জাল নথিপত্র প্রস্তুতের মাধ্যমে প্রতারণা করে আসছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, অনেক ভুক্তভোগী আগে থেকেই এ চক্রের বিরুদ্ধে অভিযোগ করে আসছিলেন, তবে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ এড়িয়ে চক্রটি দীর্ঘদিন ধরেই গোপনে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছিল।
অবশেষে, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি বিশেষ দল অভিযান চালিয়ে সোহেল রানাকে হাতেনাতে আটক করে। অভিযানের সময় বেশ কিছু জাল দলিল, কম্পিউটার, স্ক্যানার ও অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়েছে। মূল অভিযুক্ত হাবিবুল্লাহ এখনও পলাতক রয়েছেন।
এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক কর্মকর্তা জানান, “এটি একটি সংঘবদ্ধ চক্রের কাজ, যারা সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে কোটি টাকার সম্পত্তি হাতিয়ে নিচ্ছে। চক্রের মূল হোতাকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এমন তৎপরতাকে স্বাগত জানিয়ে দ্রুত সকল দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।