ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:
বরিশাল-ফরিদপুর মহাসড়কের ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের বামনাতলা বাস স্ট্যান্ড এলাকায় অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধ পথচারী কাভার্ডভ্যানের চাপায় নিহত হয়েছেন।
>শনিবার (২৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে টেকেরহাটগামী একটি অজ্ঞাত কাভার্ডভ্যান ওই বৃদ্ধকে চাপা দিয়ে দ্রুত স্থান ত্যাগ করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ ও স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ভাঙ্গা হাইওয়ে থানার এসআই (নিঃ) মামুন হোসেন জানান, “এক অজ্ঞাত বৃদ্ধ পথচারী রাস্তা পার হওয়ার সময় কাভার্ডভ্যানের চাপায় ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।”
পুলিশ জানায়, নিহত ব্যক্তির পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মর্গে রাখা হয়েছে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।