গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের দলজোড় গ্রামে বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক গ্রাম কমিটি গঠন অনুষ্ঠানে হিন্দু ধর্মাবলম্বীসহ বিভিন্ন স্তর থেকে ৩৯ জন নেতাকর্মী সংগঠনে যোগ দিয়েছেন। বুধবার (২২ অক্টোবর) দুপুরে রাজাবাড়ি ইউনিয়নের ৯নং ওয়ার্ডে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় ওয়ার্ড সভাপতি ওয়াকিল হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা জামায়াতের আমীর ড. মুহাম্মদ জাহাঙ্গীর আলম। তিনি তার বক্তব্যে বলেন যে, এই যোগদান প্রমাণ করে জামায়াতে ইসলামী সব ধর্ম-বর্ণের মানুষের আস্থার প্ল্যাটফর্মে পরিণত হয়েছে।
অনুষ্ঠানের শেষে আবদুস সাত্তারকে সভাপতি ও আনছার আলীকে সাধারণ সম্পাদক করে ৩৯ সদস্যের একটি নতুন গ্রাম কমিটি গঠন করা হয়।