শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল ব্যাহ
নাঈম স্টাফ রিপোর্টার।
গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনাবাজার এলাকায় এএ এয়ার্ন মিলস্ লিমিটেডের শতাধিক শ্রমিক বকেয়া বেতন ও ভাতার দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রেখেছেন।
বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার দিকে তারা এ অবরোধ শুরু করেন। তাদের দাবি, কারখানা কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে তাদের বেতন ও অন্যান্য ভাতা বকেয়া রেখেছে। বকেয়া টাকা পরিশোধের অঙ্গীকার না করা পর্যন্ত তারা অবরোধ তুলবেন না বলে জানিয়েছেন।
এ ঘটনায় উপস্থিত ছিলেন শ্রীপুর পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম। তিনি বলেন, “শ্রমিকদের সঙ্গে কারখানা কর্তৃপক্ষের আলোচনা চলছে। আমরা ঘটনাস্থলে থেকে পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা করছি।”
শ্রমিকদের এই অবরোধের ফলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল সম্পূর্ণভাবে ব্যাহত হয়। দীর্ঘ সময় ধরে সড়কের দুই পাশে যানজটের সৃষ্টি হয়, যা যাত্রীদের মারাত্মক ভোগান্তির সম্মুখীন করে।