পাবনা – ২ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাজ্জাদের নেতৃত্বে লিফলেট বিতরণ ও শোভাযাত্র
এম মনিরুজ্জামান,পাবনা:
পাবনা-২ সুজানগর-বেড়া নির্বাচনী আসনের বিএনপির ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট শিল্পপতি জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও সুজানগর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুল হালিম সাজ্জাদের নেতৃত্বে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত
দলীয় ৩১ দফার লিফলেট বিতরণ ও বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
তৃণমূল উপজেলা বিএনপির নেতাকর্মীদের আয়োজনে, সুজানগর ও বেড়া উপজেলার নেতাকর্মী ও সমর্থকেরা এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।
২৩ অক্টোবর (বৃহস্পতিবার) পাবনার সুজানগরের পুরাতন স্টেডিয়াম (কাচারি) মাঠ প্রাঙ্গণ থেকে ব্যানার ফেস্টুন ও মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে বের হয় সমর্থকেরা।
মোটরসাইকেল শোভাযাত্রাটি পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদর্ক্ষিণ করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর সামনে সংক্ষিপ্ত পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, আব্দুল হালিম সাজ্জাদ।
শোভাযাত্রায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেয়া দেশ গঠনের ৩১ দফার প্রচার লিফলেট বিতরণ করা হয়।
আগামী নির্বাচনে দলের মনোনয়ন প্রত্যাশী আব্দুল হালিম সাজ্জাত বলেন, যারা বলছে দল তাকে সবুজ সংকেত দিয়েছে তারা নিজের সমর্থকদের কাছে মিথ্যা কথা বলছে। দলের উচ্চ পর্যায়ের নীতি নির্ধারকেরা কাউকে এখনো প্রার্থীতা ঘোষনা করেনি। তাই তৃণমূলের নেতাকর্মীদের সাথে যার সম্পর্ক দলের দুঃসময়ে যারা মাঠে কাজ করেছেন তারাই মনোনয়ন পাবেন এবার। আর সেই দিকটায় বিবেচনায় আমি বিগত সৈরাচার ফ্যাসিস্ট হাসিনা সরকারে সময় দলের কর্মকান্ড করেছি। হামলা মামলার শিকার হয়েছি। দলের নেতাকর্মীদের পাশে থেকে রাজনীতি করেছি। সেই দিকটায় বিবেচনায় আগামী সংসদ নির্বাচনে দল আমাকে মনোনয়ন দিবেন এমনটাই প্রত্যাশা করেন। তিনি আরো বলেন, একটি দল পিআর পদ্ধতিতে ভোট চাইছে। যারা পিআর চায় তাদেরতো জনসমর্থন নাই। ছোট ছোট দল নির্বাচনে তাদের স্বার্থের কারণে পিআর পদ্ধতিতে ভোট চাইছে। এদেশের মানুষ পিআর বোঝেনা প্রচলিত পদ্ধতিতেই ভোট দিতে চায় ভোটাররা। আগামী ফেব্রুয়ারী মাসে জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসাবে দলের নেতাকর্মী ও সাধারন ভোটারদের উৎসাহিত করতে মাঠে প্রচার কাজ শুরু করেছেন বলে জানান তিনি। এময় দলের কয়েক হাজার নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে শোভাযাত্রা করে সংসদীয় আসনের বিভিন্ন স্থানে দিনব্যাপী দলীয় কর্মসূচি পালন করেন তারা।
দলীয় লিফলেট বিতরণ ও মোটরসাইকেল শোভাযাত্রায় সুজানগর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল সালাম মোল্লা, উপজেলা শ্রমিকদলের সভাপতি আব্দুল মান্নান মোল্লা, পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মজিবর খান, বিএনপি নেতা কাজী হান্নান, পান্না চৌধুরী, উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক বাবু মোল্লা, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক কেরামত আলী, উপজেলা যুবদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক নবী মোল্লা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম, যুবনেতা আরিফ বিশ্বাস, ছাত্র নেতা আলম, শাকিল সহ
উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।