শ্রীপুরে বয়স্ক ভাতার ২ হাজার টাকা গোপনে তুলে নিয়েছে বিকাশ দোকানদার সাব্বি
শ্রীপুর গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুরে গোসিংগা ইউনিয়ন কর্ণপুর বাজারে বিকাশ দোকানদার সাব্বির ৭০ বছরের এক নারীর বয়স্ক ভাতার ২ হাজার টাকা প্রতারণা করে গোপনে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। ২১ অক্টোবর সন্ধ্যায় কর্ণপুর বাজারে বাচ্চু মিয়া নামে এক ব্যক্তি তার বৃদ্ধ মায়ের বয়স্ক ভাতার দুই হাজার টাকা উঠাতে গেলে। বিকাশ দোকানদার প্রতারণা সাব্বির বলেছেন টাকা এখনো আসেনি। বলে মোবাইল থেকে দুই হাজার টাকা বিকাশ দোকানদার আলামিন এর মোবাইলে পাঠিয়ে দেয় গোপনে। কিছু খন পর গিয়ে সেই দুই হাজার টাকা নিয়ে আসেন প্রতারক সাব্বির।
ভুক্তভোগী বাচ্চু মিয়া জানান, আমার বৃদ্ধ মায়ের বয়স্ক ভাতার দুই হাজার টাকা তুলে নিয়েছে বিকাশ দোকানদার সাব্বির। এবং আমার মোবাইল ফোনের সমস্ত মেসেজ ডিলেট করে দেয়। পরদিন ধরা পড়ে সাব্বির দুই হাজার টাকা ফেরত দেয়। ওয়ার্ড মেম্বার সুমন বিষয়টি মিলিয়ে দেয়।
প্রতারক বিকাশ দোকানদার সাব্বির বলেন, আমার ভুল হয়েছে পরে দুই হাজার টাকা ফেরত দেয়া হয়েছে। বিকাশ দোকানদার আলামিন জানান, সাব্বির আমার বিকাশ নাম্বারে দুই হাজার টাকা দেয়। আবার সেই টাকা ক্যাশ নিয়ে যায়। পরদিন জানতে পারলাম দুই হাজার টাকা বাচ্চুর মায়ের বয়স্ক ভাতার টাকা।
ইউপি সদস্য সুমন আহমেদ জানান, বাচ্চুর মায়ের বয়স্ক ভাতার দুই হাজার টাকা নিয়ে সমস্যা হয়েছিল। সেই টাকা সাব্বির ফেরত দিয়েছে। এখন কোনো সমস্যা নেই। গোসিংগা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফারুক হোসেন জানান, একজন বৃদ্ধ নারীর সরকারি বয়স্ক ভাতার দুই হাজার টাকা নিয়ে প্রতারণা করে থাকে তাহলে সাব্বিরের কঠিন শাস্তি হওয়া দরকার। তাকে আইনের আওতায় আনা উচিত আমি মনে করি।