কুষ্টিয়া-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী প্রফেসর ড. সাইফুল ইসলাম (রিকেট)’র নেতৃত্বে লিফলেট বিতর
জাহিদ হাসান ঃ
কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) নির্বাচনী আসনের বিএনপির ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী প্রফেসর ড. সাইফুল ইসলাম (রিকেট)’র নেতৃত্বে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত দলীয় ৩১ দফার লিফলেট বিতরণ ও বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
২৩ অক্টোবর (বৃহস্পতিবার) ভেড়ামারা বাস স্ট্যান্ড থেকে শুরু করে গুরুত্বপূর্ণ সড়ক প্রদর্ক্ষিণ সহ দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেয়া দেশ গঠনের ৩১ দফার প্রচার লিফলেট বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে প্রফেসর ড. সাইফুল ইসলাম (রিকেট) জানান, বিগত ১৭ বছর ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকার একনায়কতন্ত্র, এক শাসন ব্যবস্থা, দেশকে দুর্নীতিগ্রস্ত করে তোলা এবং গণমাধ্যমকে সত্য প্রকাশে বাধা দেওয়া ছিলো তার মুল কাজ। দেশের মানুষের মধ্যে ভিন্ন মত থাকতে পারে, ভিন্ন রাজনীতি করতে পারে। কিন্তু তিনি এমন একটি পরিকল্পিত রাষ্ট্র তৈরি করেছিলেন যেখানে শুধু হিংসার বসবাস। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হিংসিত মনোভাব রাষ্ট্রকে পূর্ণ গঠন করতে চান। তাইতো তিনি ৩১ দফা দাবি দিয়েছেন। যা আমরা ভেড়ামারা মিরপুর বাসির ঘরে ঘরে পৌঁছে দিতে কাজ করে যাচ্ছি।
তিনি আরো জানান, বিএনপি মনে করে জনগণ সকল ক্ষমতার উৎস। জনগণ যদি তাদের ভোটের মাধ্যমে বিএনপিকে ক্ষমতায় নিয়ে আসে, তাহলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফ্যাসিস্টবাদী ও রাষ্ট্রবিদ্রোহীদের বাদ দিয়ে সাধারণ জনগন নিয়ে জাতীয় সরকার গঠন করবেন।
এসময় দলের নেতাকর্মী ও সমর্থকরা লিফলেট বিতরণ ও শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।