মোঃ রিপন শেখ (ভাঙ্গা) ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩ অক্টোবর) বিকেল ৫টার দিকে চুমুরদী ইউনিয়ন বিএনপির কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে বাবনাতলা বাসস্ট্যান্ড ও বাবনাতলা হাট প্রদক্ষিণ শেষে পুনরায় কার্যালয়ে এসে শেষ হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চুমুরদী ইউনিয়ন শাখার উদ্যোগে আয়োজিত এ আনন্দ মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সভাপতি পদপ্রার্থী মো. ইস্রাফিল মোল্লা, সাধারণ সম্পাদক পদপ্রার্থী মো. বাবলু সিকদার, সাবেক সহ-সভাপতি আনোয়ার হোসেন মোল্লা, আব্দুল খালেক ফকির, সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা অ্যাডভোকেট মো. জাকারিয়া মোল্লা, লিটু মোল্লা, বাবুল মোল্লা প্রমুখ।
বক্তারা ফরিদপুর-৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী শহীদুল ইসলাম খান বাবুলকে সর্বোচ্চ ভোটে বিজয়ী করার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে তারা চুমুরদী ইউনিয়ন বিএনপির আসন্ন কমিটির সভাপতি পদে মো. ইস্রাফিল মোল্লা ও সাধারণ সম্পাদক পদে মো. বাবলু সিকদারের নাম ঘোষণা করেন।