চৌহালীর কুরকি কলেজ পাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু, শোকাহত পরিবারের পাশে মুফতি নুরুন নাব
আশিকুল ইসলাম, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের চৌহালী উপজেলার কুরকি কলেজ পাড়া এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে এক শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বেলকুচি-চৌহালী-এনায়েতপুরের গণমানুষের নেতা, ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নেতা মুফতি হাজী শেখ মুহাম্মাদ নুরুন নাবী।
গত ২ অক্টোবর (বৃহস্পতিবার) বিকেলে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। শনিবার তিনি নিহত শিশুর শোকার্ত পিতা মুহাম্মাদ হারুন-এর বাড়িতে গিয়ে তাঁর প্রতি গভীর সমবেদনা ও সান্ত্বনা জ্ঞাপন করেন।
এসময় মুফতি নুরুন নাবী বলেন, “একটি নিরীহ শিশুর এমন মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। আমরা সবাই যেন সতর্ক থাকি এবং দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি করি। আল্লাহ তায়ালা যেন মৃত শিশুটিকে জান্নাত নসিব করেন ও শোকাহত পরিবারকে ধৈর্য দান করেন।”
এসময় উপস্থিত ছিলেন চৌহালী থানা ইসলামী আন্দোলনের সভাপতি প্রভাষক আব্দুস ছাত্তার, সাধারণ সম্পাদক শাহাদাত মাস্টার, মাওলানা বেলাল, মোখলেছুর রহমান, হাজী মাহমুদুল হাসান, যুব নেতা এনামুল হক, ছাত্র নেতা শরীফুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।
স্থানীয়দের ভাষ্যে, মুফতি নুরুন নাবীর উপস্থিতি শোকাহত পরিবারকে কিছুটা হলেও সান্ত্বনা দিয়েছে। তাঁরা বলেন, “মানবিকতা ও সহমর্মিতার দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি।”