ঝিনাইদহের শৈলকূপা উপজেলায় বিশ্ব শিক্ষক দিবস ২০২৫ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এবারের শিক্ষক দিবসের স্লোগান ‘শিক্ষক পেশা: মিলিত প্রচেষ্টার দীপ্তি’।রোববার (৫ অক্টোবর) সকালে শৈলকূপা উপজেলা ও শিক্ষা পরিবারের আয়োজনে উপজেলা কার্যালয় সম্মেলন কক্ষে বিশ্ব শিক্ষক দিবস ২০২৫ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাস। সভাপতিত্ব করেন শৈলকুপা সরকারী ডিগ্রী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিধান চন্দ্র বিশ্বাস,এছাড়া ও উপস্থিত ছিলেন শৈলকুপা সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার, একাডেমিক সুপার ভাইজার, মাধ্যমিক শিক্ষক সমিতি উপজেলা শাখার সভাপতি,সম্পাদক সহ বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের শিক্ষকরা।শুরুতে বর্ণাঢ্য এক র্যালি বের হয়ে শৈলকূপা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা কার্যালয় গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় অতিথিরা বলেন মানুষ গড়ার কারিগর শিক্ষকদের সম্মান জানাতে বিশ্ব শিক্ষক দিবসের বিভিন্ন বিষয় তুলে ধরে আলোচনা করেন।