সুজন তানোর(রাজশাহী)প্রতিনিধি:
রাজশাহীর তানোরে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।উপজেলা প্রশাসন ও শিক্ষা অফিসের আয়োজনে রোববার সকালে উপজেলা চত্বর থেকে বর্ণাঢ্য র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।র্যালী শেষে উপজেলা পরিষদ মিলায়তনে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার নাইমা খান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা মাধ্যমিক শিক্ষক কর্মচারী কল্যান সমিতির সভাপতি ও নারায়ণ পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইয়ুব আলী,সিনিয়র সহসভাপতি ও কালীগঞ্জ হাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, তানোর উপজেলা কলেজ শিক্ষক সমিতির সাধারন সম্পাদক,মুন্ডমালা মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ শহিদুল ইসলাম সাংগঠনিক সম্পাদক ও কোয়েলা হাট ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মোঃ মজিবর রহমান,ছাঐড় নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতান মাহমুদ,তানোর বালিকা বিদ্যালয় প্রধান শিক্ষক সাইদুর রহমান সহ তানোর উপজেলার বিভিন্ন স্কুল,কলেজ,মাদ্রাসার প্রধান শিক্ষক সহকারী শিক্ষক গন উপস্থিত ছিলেন।এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,শিক্ষক শুধু পাঠদানের মধ্যে সীমাবদ্ধ নন,একজন শিক্ষকই ভবিষ্যৎ প্রজন্মের গুণাবলি, নৈতিকতা ও দেশপ্রেম গঠনে প্রধান ভূমিকা রাখেন।গুণী শিক্ষকগণই গড়ে তোলেন গুণী শিষ্য। এই পেশার মর্যাদা ও গুরুত্ব সময়ের চেয়ে বহুগুণ বেশি।আলোচনা সভায় উপজেলার সব শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা উপস্থিত ছিলেন।