ভাংগা , ফরিদপুর প্রতিনিধি
>ফরিদপুর ৪ আসন (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) এ বাংলাদেশ খেলাফত মজলিশ মনোনীত রিক্সা প্রতিকের প্রার্থী মাওলানা মিজানুর রহমান মোল্লার গণসংযোগ জনমনে ব্যপক সাড়া ফেলেছে।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে এ আসনে কয়েকটি দলের প্রার্থী গণসংযোগ করছেন। এদের মধ্যে মিজানুর রহমান মোল্লাু প্রচার প্রচারণায় জনগণের মাঝে ব্যপক সারা জাগিয়েছে। সকাল থেকে রাত পর্যন্ত গণসংযোগ ও প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন তিনি। নির্বাচনী এলাকার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে চলেছেন অবিরাম। সর্বস্তরের মানুষের দোয়া প্রার্থনা করছেন বাংলাদেশ খেলাফত মজলিশ ফরিদপুর জেলা শাখার সহসভাপতি ও ফরিদপুর ৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মিজানুর রহমান মোল্লা।
উপজেলার বিভিন্ন ইউনিয়নে সকাল থেকে রাত পর্যন্ত নির্বাচনীয় প্রচার প্রচারণায় হাট-বাজারে গণসংযোগ করে যাচ্ছেন তিনি। পারিবারিক ঐতিহ্য ও স্বচ্ছ রাজনৈতিক ইমেজ থাকার ফলে জনগণও তাকে এই আসনের এমপি হিসেবে পেতে উন্মুখ হয়ে আছে। তাদের কথা, আমরা এবার আলেম ওলামাদের নেতৃত্ব দেখি। সকলকেইতো দেখলাম।
>১০ আগষ্ট রোববার সকালে প্রার্থীর বাসভবন ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের পুলিয়া থেকে এ গণসংযোগ শুরু হয়। পরে, সদরপুরের চর মানাইর ও ভাঙ্গা উপজেলার হামিরদী ও চর নাছিরপুর ইউনিয়নের বেশ কয়েকটি হাঁট-বাজারে ব্যবসায়ী ও বাজারে আগতদের সাথে কুশল বিনিময় করেন। এ সময় তিনি ঝুকিপূর্ণ বেশ কয়েকটি ভোটকেন্দ্রও পরিদর্শন করেন।
এ গণসংযোগে উপস্থিত ছিলেন- ভাঙ্গা উপজেলা শাখা কমিটির উপদেষ্টা মন্ডলীর সদস্য মাওলানা আবুল খায়ের সেলিম, সভাপতি মাওলানা হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক হাফেজ ওয়ালীউল্লাহ, সহসভাপতি হাফেজ মাহবুবুর রহমান সহ সংগঠনটির শতাধিক নেতা-কর্মী ও সমর্থক।
মাওলানা মিজানুর রহমান মোল্লা বলেন- আল্লাহ যদি সুযোগ দেয় আমি আপনাদের ভোটে নির্বাচিত হতে পারলে, এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডে নিজেকে যুক্ত রাখবো। এ আসনে এখনও নানাবিধ সমস্যা রয়েছে। এসকল সমস্যা সমাধানে ইসলামের পতাকাতলে সকলে আসতে হবে। আল্লাহ ইসলামের পতাকাতলেই কেবল শান্তি ও সফলতা রেখেছেন। দেশা ইসলামী শাসন ব্যবস্থা চালু হলে সব রকম অপরাধ দেশ থেকে দুর হবে। আসুন আমরা হকের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে দেশে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করতে দৃঢ় সংকল্পবদ্ধ হই।