গাজীপুরের শ্রীপুর উপজেলায় দীর্ঘদিন অবহেলিত রাজেন্দ্রপুর থেকে আতলড়া পর্যন্ত সড়কটির সংস্কার কাজ শুরু হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা ও সংসদ সদস্য পদপ্রার্থী ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম বুধবার (১৩ আগস্ট) বিকেলে রাজাবাড়ি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ সংস্কার কাজের উদ্বোধন করেন। সম্পূর্ণ ব্যক্তিগত অর্থায়নে এই প্রকল্পের কাজ শুরু হয়।
উল্লেখ্য, গুরুত্বপূর্ণ এই সড়কটি বহু বছর ধরে অবহেলিত ছিল। বর্ষা মৌসুমে কাদা ও জলাবদ্ধতার কারণে সড়কটিতে চলাচল ছিল অত্যন্ত দুরূহ। স্কুলগামী শিক্ষার্থী, কৃষক ও শ্রমজীবী মানুষেরা প্রতিদিন চরম দুর্ভোগের মুখে পড়তেন।
উদ্বোধনী বক্তব্যে ড. জাহাঙ্গীর আলম বলেন, “জনগণের টাকায় উন্নয়ন হওয়া উচিত, কিন্তু যখন রাষ্ট্র সে দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়, তখন রাজনৈতিক নেতাদেরই জনগণের পাশে দাঁড়ানো উচিত। আমি রাজনীতি করি মানুষের জন্য, ক্ষমতার জন্য নয়।”
তিনি আরও জানান, “এই রাস্তা দিয়ে প্রতিদিন হাজারো মানুষ চলাচল করেন। দীর্ঘদিন ধরে এলাকাবাসীর দাবির পরও কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তাই আমরা দলীয় উদ্যোগে এবং ব্যক্তিগত অর্থায়নে এই সংস্কার কাজ শুরু করেছি।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গাজীপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মোস্তাফিজুর রহমান খান, উপজেলা জামায়াতের আমীর মাওলানা মো. নুরুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ এবং অসংখ্য এলাকাবাসী।
স্থানীয় বাসিন্দারা ড. জাহাঙ্গীর আলমের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। এক প্রবীণ বাসিন্দা বলেন, “রাস্তাটি এতদিন চলাচলের অযোগ্য ছিল। ড. সাহেব নিজ খরচে কাজ শুরু করায় আমরা আনন্দিত ও কৃতজ্ঞ। আশা করি অন্যান্য নেতারাও তাঁর দেখানো পথ অনুসরণ করবেন।”
শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো উন্নয়নে ড. জাহাঙ্গীর আলমের নানা সামাজিক কর্মকাণ্ড ইতোমধ্যেই এলাকায় প্রশংসা কুড়িয়েছে। এবারের রাস্তাসংস্কারের উদ্যোগে তার প্রতি মানুষের আস্থা ও সমর্থন আরও শক্তিশালী হয়েছে।
Post Views: 182