মোঃ রিপন শেখ ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের ভাঙ্গায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে ভাঙ্গা উপজেলা বিএনপির উদ্যোগে ঈদগাহ মাদ্রাসা মাঠ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি বিশ্বরোড গোলচত্বর প্রদক্ষিণ করে পৌরসদরের সামনে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। এ সময় শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা বাদ্যযন্ত্রসহ নানা রঙের ব্যানার ও ফেস্টুন বহন করেন।
উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম খান বাবুল।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আইয়ুব মোল্লা, সহসভাপতি ওবায়দুল আলম সম্রাট, সিনিয়র যুগ্ম সম্পাদক ফজলে সোবাহান শামীম, যুগ্ম সম্পাদক আবু সাঈদ মুন্সী, আলমগীর কবিরাজ, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বিটু মুন্সী, সহ-সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান তুরান, কৃষক দলের সভাপতি খন্দকার আবদুস সামাদ ও সাধারণ সম্পাদক কামরুল হাসান।
এ সময় বিএনপি, ছাত্রদল, যুবদল, কৃষকদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।