সুজন তানোর (রাজশাহী) প্রতিনিধি:
রাজশাহীর তানোর উপজেলার নবাগত নির্বাহী অফিসার নাঈমা খান মহোদয়ের সাথে তানোর পৌর বিএনপির নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেছেন।সোমবার(২৯ সেপ্টেম্বর)বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে পরিচিতি ও ফুলের শুভেচছা বিনিময় করেন নেতৃবৃন্দ।এসময় উপস্থিত ছিলেন তানোর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি এম এ মালেক।এ সময় আরো উপস্থিত ছিলেন,তানোর উপজেলা প্রকৌশলী নুরজাহান,জেলা কৃষক দলের যুগ্ম- আহবায়ক আব্দুর রশিদ, রাব্বানী, কাউসার,আফজাল সহ পৌর বিএনপির অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মীরা।সৌজন্য সাক্ষাৎকালে নবাগত উপজেলা নির্বাহী অফিসার ইউএনও নাঈমা খান বলেন, বিএনপি সহ সকল নেতাকর্মীদের কাছে তানোর উপজেলার প্রশাসনিক ও সার্বিক উন্নয়নে আপনাদের সহযোগিতা কামনা করেছি।