মোঃ রিপন শেখ ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ভ্যান চুরি নিয়ে সালিশি বৈঠকের সময় দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে জাকু মাতুব্বর (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন এবং অন্তত ২৫ জন আহত হয়েছেন।
রবিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার আলগী ইউনিয়নের সোনাখোলা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ভ্যান চুরির ঘটনাকে কেন্দ্র করে সালিশি বৈঠক বসে। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও মারামারি হয়। এতে ঘটনাস্থলেই জাকু মাতুব্বর নিহত হন এবং নারী-পুরুষসহ অন্তত ২৫ জন আহত হন। আহতদের মধ্যে গুরুতর দুইজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সংঘর্ষের পর রাতে নিহতের পক্ষ প্রতিপক্ষের অন্তত ১৩টি বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়।
ভুক্তভোগী শাহিদা বেগম বলেন,
“আমরা রাতে সবাই একসাথে খেতে বসি, এ সময় ৫০-৬০ জন লোক চাইনিজ কুড়াল ও রামদা নিয়ে একই পরিবারের তিনটি ঘরে ঢুকে আমাদের মারধর করে। ঘরে থাকা স্বর্ণালংকার ও নগদ অর্থসহ মালামাল ভাঙচুর ও লুট করে নিয়ে যায়। অথচ আমরা এই ঘটনার সঙ্গে জড়িতও নই।”এবং কোটি টাকার সম্পদ আমার ক্ষয়ক্ষতি হয়েছে।
ভাঙচুর ও লুটপাট হওয়া পরিবারের হলো,
আতিয়ার মুন্সি, সাত্তার মুন্সি, রওজো মুন্সি, সিয়ালী খাঁ, মিরাজ খাঁ, ইয়ালি খাঁ, আইয়ুব আলী খাঁ, শাজাহান খাঁ, লেখত খাঁ, হাসান খাঁ, সেলিম খাঁ ও মহসিন খাঁ।এদের বাড়িতে ভাঙচুর মালামাল লুটপাটের ঘটনা ঘটে।
ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আশরাফ হোসেন জানান,
“ঘটনার পরপরই পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকা শান্ত রয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।”