ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের ভদ্রকান্দা গ্রামে এক প্রবাসীর স্ত্রীর বাড়িতে হামলা চালিয়ে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুটের অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী মিনারা বেগম জানান, তার স্বামী বর্তমানে সৌদি আরবে প্রবাসে রয়েছেন। গত ৫-৮- ২০২৫ ইং তারিখ বিকেল আনুমানিক ৫টার দিকে একই এলাকার সাজ্জাদ মুন্সি (২৪), পিতা মৃত হায়দার মুন্সি, লিওন বয়াতি (৩৯), পিতা আব্দুর রহিম বয়াতি, ও লিওনের ছেলে বশির বয়াতি (২২)সহ আরও কয়েকজন মিলে তার বাড়িতে প্রবেশ করে।
মিনারা বেগমের অভিযোগ, আসামিরা তার কাছে টাকা দাবি করে। তিনি অস্বীকৃতি জানালে তারা জোরপূর্বক ঘরে ঢুকে ৮০ হাজার টাকা ও ২১ আনার স্বর্ণালঙ্কার লুট করে এবং তাকে মারধর করে। হামলাকারীরা ঘরের থাই গ্লাস ভাঙচুর করে ব্যাপক ক্ষতি সাধন করে। এ সময় সাজ্জাদ মুন্সি তার পাঁচ বছরের শিশু কন্যা মরিয়মের গলায় ভাঙা কাঁচ ঠেকিয়ে হত্যার হুমকি দেওয়া হয়।
তিনি আরও জানান, মা-মেয়েকে রক্ষা করতে গেলে আসামিরা তার চুল ধরে মুখ, চোয়াল, বুক ও পিঠে আঘাত করে। পরে ১নং আসামি তার ব্যাগে থাকা ৮০ হাজার টাকা ও ২১ আনার স্বর্ণালঙ্কার ছিনিয়ে নিয়ে যায় এবং সাত দিনের মধ্যে বাকি টাকা না দিলে খুন করে লাশ গুম করার হুমকি দেয়।
স্থানীয় প্রত্যক্ষদর্শী তারা মিয়া বলেন, “আমি ঘটনাস্থলের কাছেই ছিলাম। দেখি প্রায় ৮–১০ জন লোক মিনারা বেগমের বাড়িতে ঢুকে কথা কাটাকাটির একপর্যায়ে ঘরে ভাঙচুর শুরু করে।”
স্থানীয়রা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এবং দ্রুত দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।