নাহিদের জন্মদিনে বেলকুচির ক্ষিদ্রমাটিয়ায় এতিম শিশুদের মুখে হাসি — মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্
আশিকুল ইসলাম, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
মানবতার দৃষ্টান্ত স্থাপন করলেন তরুণ সমাজসেবক মোঃ নাহিদ প্রামাণিক। সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ক্ষিদ্রমাটিয়া গ্রামে নিজের জন্মদিনকে স্মরণীয় করে রাখতে তিনি আয়োজন করেন এক অনন্য মানবিক অনুষ্ঠানের। দিনটিকে আনন্দ ও ভালোবাসায় ভাগাভাগি করতে তিনি এলাকার এতিম ও অসহায় শিশুদের নিয়ে আয়োজন করেন খাবার বিতরণ ও কেক কাটার অনুষ্ঠান।
অনুষ্ঠানে ছিল শিশুদের মুখে হাসি ফোটানোর নানা আয়োজন — কেক কাটা, মধ্যাহ্নভোজ, খেলা-ধুলা ও আনন্দঘন পরিবেশে এক আন্তরিক মিলনমেলা। স্থানীয় সমাজসেবক, যুব সমাজ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে নাহিদের এই উদ্যোগকে স্বাগত জানান।
নাহিদ বলেন, “আমি গরিব ও এতিম বাচ্চাদের খাবার খাওয়াতে পেরে সত্যিই অনেক খুশি। মানুষ হিসেবে মানবিক কাজই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। আমি চাই সমাজের প্রতিটি মানুষ অসহায়দের পাশে দাঁড়াক। ভবিষ্যতেও আমি এ ধরনের মানবিক কাজে নিজেকে যুক্ত রাখতে চাই।”
স্থানীয়রা নাহিদের এই উদ্যোগের প্রশংসা করে বলেন, সমাজে যদি প্রতিটি তরুণ এভাবে দায়িত্ববোধ ও সহমর্মিতার পরিচয় দেয়, তবে একদিন বাংলাদেশ হবে সত্যিকারের মানবিক সমাজের দৃষ্টান্ত।
নাহিদের এই উদ্যোগ প্রমাণ করে, জন্মদিন শুধু আনন্দের নয় — এটি হতে পারে অন্যের মুখে হাসি ফোটানোরও এক মহৎ উপলক্ষ।