বেলকুচিতে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের উদ্যোগে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও সনদ প্রদা
মোঃ শহিদুল ইসলাম খান সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জের বেলকুচিতে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের উদ্যোগে ২০২৪ সালের বৃত্তি পরীক্ষায় কৃতকার্য শিক্ষার্থীদের সংবর্ধনা ও সনদ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় বেলকুচি উপজেলা অডিটোরিয়ামে এ অনুষ্ঠান আয়োজন করেন বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন বেলকুচি শাখা।
অনুষ্ঠানে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের আওতাধীন ১৬টি বিদ্যালয়ের মোট ২৯৪ জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা ও সনদ প্রদান করা হয়। এর মধ্যে ট্যালেন্টপুলে ৩ জন, প্রথম গ্রেডে ৫৬ জন এবং সাধারণ গ্রেডে ২৩৫ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেন। বৃত্তিপ্রাপ্তদের হাতে ক্রেস্ট, সনদপত্র ও নগদ অর্থ তুলে দেন অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট মো. সেলিম রেজা লিটন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব গোলাম কিবরিয়া বাবু সরকার, এবং সোহাগপুর মানব কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য মো. রাতুল ভূঁইয়া।
অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন ,বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির মহাসচিব মো. ইস্কান্দার আলী হাওলাদার।
বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, বেলকুচি শাখার সভাপতি মো. আবুল হোসেন ভূঁইয়া।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শাখার সহ-সভাপতি মো. আব্দুল খালেক।
প্রধান অতিথি মো. সেলিম রেজা লিটন তাঁর অনুপ্রেরণামূলক বক্তব্যে বলেন, “দারিদ্রতা কখনও শিক্ষার অন্তরায় হতে পারে না। আমি নিজেও ছাত্রজীবনে কষ্টের মধ্যেও স্বপ্ন আঁকড়ে ধরে এগিয়ে গিয়েছি। অভিভাবকদের উচিত সন্তানদের পড়াশোনার প্রতি মনোযোগী হতে উৎসাহিত করা, যাতে অর্থনৈতিক সীমাবদ্ধতা কোনো শিক্ষার্থীর অগ্রযাত্রাকে থামিয়ে না দেয়।”
অনুষ্ঠানের শেষে বেলকুচি উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে আগামী দিনে আরও ভালো ফলাফলের প্রত্যাশা ব্যক্ত করেন অতিথিবৃন্দ।