এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ: কে. এম. কলেজের ফল বিপর্য!
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার দুটি প্রধান শিক্ষা প্রতিষ্ঠান — ভাঙ্গা সরকারি কে. এম. কলেজ ও ভাঙ্গা মহিলা ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এর মধ্যে ঐতিহ্যবাহী সরকারি কে. এম. কলেজে দেখা গেছে চরম ফল বিপর্যয়।
সরকারীকরণ ও অবকাঠামোগত উন্নয়ন সত্ত্বেও কলেজটির শিক্ষার মান ক্রমেই নিম্নমুখী হচ্ছে বলে অভিযোগ উঠেছে। শিক্ষার্থী, শিক্ষক, শিক্ষা ব্যবস্থা নাকি সমাজ—ফলাফলের এই অধঃপতনের দায় কার—তা নিয়ে প্রশ্ন উঠেছে শিক্ষামহলে।
কে. এম. কলেজের ফলাফল:
ব্যবসা শিক্ষা বিভাগে পাস করেছে মাত্র ২২ জন, ফেল করেছে ৫১ জন।
মানবিক বিভাগে পাস করেছে ২৭৮ জন, ফেল করেছে ৫৯৫ জন।
বিজ্ঞান বিভাগে পাস করেছে ৫২ জন, ফেল করেছে ৩৪ জন।
মোট পাসের হার ৩৪.৭৮%, আর জিপিএ-৫ পেয়েছে মাত্র ৫ জন শিক্ষার্থী।
ভাঙ্গা মহিলা ডিগ্রি কলেজের ফলাফল তুলনামূলকভাবে উজ্জ্বল।
ব্যবসা শিক্ষা বিভাগে পাস করেছে ৩ জন, ফেল করেছে ১ জন।
মানবিক বিভাগে পাস করেছে ৫৫ জন, ফেল করেছে ১৪ জন।
বিজ্ঞান বিভাগে পাস করেছে ৫ জন, ফেল করেছে ২ জন।
মোট পাসের হার ৮১.৮২%, জিপিএ-৫ পেয়েছে ১ জন শিক্ষার্থী।
উল্লেখ্য, এবছর সারাদেশে এইচএসসি পরীক্ষার গড় পাসের হার ৬৮%, যার মধ্যে ঢাকা বিভাগের গড় হারও প্রায় একই।
স্থানীয় শিক্ষাবিদরা মনে করছেন, কে. এম. কলেজে শিক্ষার্থীদের অনুপস্থিতি, দুর্বল একাডেমিক তদারকি, ও সামাজিক উদাসীনতা ফলাফল অবনতির মূল কারণ হতে পারে।