গাজীপুরের কালীগঞ্জের বিরুয়া নলছাটা এলাকায় নিজেদের নিরাপত্তা ও জমি রক্ষার দাবিতে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে গাজীপুর প্রেসক্লাবে আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন ভুক্তভোগী হৃদয় চন্দ্র দাস।
তাঁর লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়, জেলার কালীগঞ্জ থানাধীন ১০ নম্বর সুজাপুর মৌজায় অবস্থিত ৩৪ দশমিক ৫০ শতাংশ সম্পত্তির মালিক তিনি। কেনা সূত্রে এ সম্পত্তির মালিকানা তাঁর কাছে রয়েছে। ওই সম্পত্তিতে একটি ছাপরা ঘর, দুদিকে টিনের বেড়া ও সামনের অংশে ইটের বাউন্ডারি ওয়াল করে দখল ভোগ করে আসছিলেন তিনি। গত ১৫ অক্টোবর এলাকার শংকর রোজারিও ও লরেন্স কস্তাসহ অজ্ঞাতনামা ৫০-৬০ জন তাঁর দখলে থাকা সম্পত্তির বাউন্ডারি, ইটের ওয়াল, টিনের ছাপরা ঘর ও চলাচলের রাস্তা ইটের বাউন্ডারি করে বন্ধ করে দেয় এবং ভুক্তভোগীর কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে।
১৯ অক্টোবর শংকর রোজারিও ও তাঁর সঙ্গীরা হৃদয় চন্দ্র দাসের সম্পত্তিতে প্রবেশ করে টিনের ছাপরা ঘর ভেঙে ফেলে এবং দক্ষিণ অংশের টিনের বেড়া ভেঙে টিনসহ ঘরের ভেতরে থাকা বিভিন্ন মালামাল নিয়ে যায়। এ সময় অভিযুক্তরা হৃদয় চন্দ্র দাস ও তাঁর পরিবারের সদস্যদের হত্যা করে লাশ গুম করে দেওয়ার হুমকিও দেয়।
হৃদয় চন্দ্র দাস আরও বলেন, ঘটনাটি স্থানীয় থানাকে জানানো হলেও অজ্ঞাত কারণে পুলিশ কোনো খোঁজখবর নেয়নি। এ অবস্থায় তিনি ও তাঁর পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান।
এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলাউদ্দিন বলেন, জমি নিয়ে মারামারির ঘটনায় একটি পক্ষ থানায় অভিযোগ দায়ের করেছে। তবে অপর পক্ষের হৃদয় চন্দ্র দাসের কাছ থেকে কোনো লিখিত অভিযোগ তারা পাননি।