ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:
<ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী তরুণী লাবনী খাতুন (২৯) বুধবার ভাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, লাবনী খাতুন ফরিদপুরের ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নের জান্দী গ্রামের পশ্চিমপাড়ার শেখ মোস্তফার মেয়ে। জীবিকার তাগিদে তিনি পাঁচচর বাজারে একটি বিউটি পার্লার পরিচালনা করে আসছিলেন।
প্রায় চার মাস আগে একই গ্রামের হান্নান শেখের ছেলে সোহেল শেখ (২৩)-এর সঙ্গে তার মোবাইল ফোনে পরিচয় হয়। অভিযোগে উল্লেখ করা হয়েছে, সোহেল বিয়ের আশ্বাস দিয়ে একাধিকবার লাবনীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন। এছাড়া বিভিন্ন অজুহাতে তার কাছ থেকে প্রায় পাঁচ লাখ টাকা নেন বলেও অভিযোগ করা হয়েছে।
পরে সোহেল প্রতিশ্রুতি ভঙ্গ করে যোগাযোগ বন্ধ করে দেন। গত ২২ অক্টোবর লাবনী খাতুন সোহেলের বাড়িতে গেলে তার পরিবারের সদস্যরা অপমান করে তাকে বাড়ি থেকে বের করে দেন বলে তিনি অভিযোগ করেন। পরে স্থানীয়দের হস্তক্ষেপে তাকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়।
<span;>এলাকাবাসীর সূত্রে জানা গেছে, লাবনী খাতুনের পূর্বে একটি বিয়ে হয়েছিল এবং তার সেই সংসারে একটি কন্যা সন্তান রয়েছে। অন্যদিকে সোহেল অবিবাহিত বলেও জানা গেছে।
ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “অভিযোগটি গ্রহণ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”