সুজন তানোর (রাজশাহী)প্রতিনিধিঃ
আসন্ন আগামী জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী -১ (তানোর-গোদাগাড়ী) আসনের জন্য বিএনপি থেকে সবুজ সংকেত পাওয়ার দাবি করেছেন এড সুলতানুল ইসলাম তারেক। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য হিসেবে দলের শীর্ষ পর্যায় থেকে নির্বাচনী মাঠে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে,২২ অক্টোবর-২০২৫ বুধবার রাতে লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফোনে তাকে এমন নির্দেশনা দিয়েছেন,বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী-১ আসনের বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য বিশিষ্ট শিল্পপতি এডভোকেট সুলতানুল ইসলাম তারেক,তবে বিষয়টি দলীয় মনোনয়নের গ্রিন সিগনাল হিসেবে দেখছেন তাদের ঘনিষ্ঠ কর্মীরা,তবে জেলা বিএনপির দুই শীর্ষ নেতা জানিয়েছেন,জেলা কমিটির এমন কোনো নির্দেশনা পায়নি।বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য বিশিষ্ট শিল্পপতি এডভোকেট সুলতানুল ইসলাম তারেক ফোনকলের বিষয়টি নিশ্চিত করে বলেন,রাতে মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামে গণসংযোগে ছিলাম,হঠাৎ রাত ১০টা ৩২ মিনিটে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফোন দিয়েছিলেন, ধানের শীষ কিভাবে বিজয়ী হবে,সে বিষয়ে কথা বলেছেন, দলকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার নির্দেশনা দিয়েছেন।১০টা ৪৫ মিনিটে তারেক রহমানের কাছ থেকে কল পেয়েছেন বলে জানিয়েছেন বিশিষ্ট শিল্পপতি এডভোকেট সুলতানুল ইসলাম তারেক। এ কথা শুনে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার শান্তি কামনা করেন,এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্থতা কামনা করে মোনাজাত করেছেন, এর আগে দলীয় নেতাকর্মীরা তাঁর কার্যালয়ে ফুলের শুভেচ্ছা জানায়, এবং ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে সবার প্রতি আহ্বান জানান।