চীফ রিপোর্টার-
শ্রীপুর পৌর ও উপজেলা বিএনপির উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। ১২ জুন ২০২৫, শনিবার বিকাল ৫টায় মিছিলটি টেংরা রাস্তার মোড় থেকে শুরু হয়ে রেল স্টেশন সংলগ্ন উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম বাচ্চু। সভাপতিত্ব করেন শ্রীপুর উপজেলা বিএনপির নবনিযুক্ত আহ্বায়ক জনাব আঃ মোতালিব। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির নবনিযুক্ত সদস্য সচিব জনাব মোঃ খাইরুল কবির আজাদ মন্ডল।
এছাড়াও উপস্থিত ছিলেন শ্রীপুর পৌর বিএনপির আহ্বায়ক জনাব হুমায়ুন কবীর সরকার, সদস্য সচিব জনাব বিল্লাল হোসেন বেপারীসহ উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এবং স্থানীয় জনসাধারণ।
সমাবেশে বক্তৃতা দিতে গিয়ে অধ্যাপক রফিকুল ইসলাম বাচ্চু বলেন, “বিএনপির বিরুদ্ধে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে। জনগণ এ ষড়যন্ত্রের উপযুক্ত জবাব দেবে।” তিনি আরও বলেন, “জনাব তারেক রহমানের নেতৃত্বে দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের শুভযাত্রা শুরু হবে ইনশাআল্লাহ।”