শ্রীপুর গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুরে শিশু ধর্ষণ মামলায় বলরাম সরকার নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে মামলা হওয়ার পর পুলিশ তাকে গ্রেপ্তার করে।
গত ৫ অক্টোবর দুপুরে উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের ধলজোড় গ্রামে শিশুটি ধর্ষণের শিকার হয়। সে স্থানীয় একটি স্কুলের দ্বিতীয় শ্রেনীর ছাত্রী।
ভিকটিমের জানান, গত ৫ অক্টোবর দুপুরে আমার মেয়ে উঠানে খেলছিল। এসময় প্রতিবেশী বলরাম মজা খাওয়ানোর লোভ দেখিয়ে তার ঘরে ডেকে নেয়। এসময় ঘরে টিভি ছেড়ে মুখ চেপে ধরে আমার মেয়েকে সে ধর্ষণ করে। পরে আমার মেয়ে পেটে প্রচন্ড ব্যথা অনুভব করে। কারণ জানতে চাইলে সে বিষয়টি জানায়।
শ্রীপুর মডেল থানার ওসি মহম্মদ আব্দুল বারিক জানান, ভিকটিমের পিতার অভিযোগের ভিত্তিতে গত রাতে মামলা রুজু হয়। ১ ঘন্টার মধ্যে আসামি গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে । তিনি বলেন,
ভিকটিমকে স্বাস্থ্য পরীক্ষার জন্য শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।