পাখিদের প্রতি ভালোবাসা থেকে পরিবেশ ও প্রকৃতির প্রতি ভালোবাসা। আর এ ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটিয়েছেন ঝিনাইদহের শৈলকূপার শোলকুপো আঞ্চলিক কতা কওয়া গুষ্টি সোমবার (২০ শে অক্টোবর) বেলা ২ টায় পরিবেশ সচেতনতা এবং তাল গাছের উপকারিতা সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে আরও বেশি সচেতনতা বৃদ্ধি করতে শৈলকূপার ঝাউদিয়ার আবাসন থেকে ষষ্ঠীবর পর্যন্ত পাঁচ’শ তাল গাছের চারা রোপণ করেছেন। তালগাছ বজ্রপাত নিরোধক হিসেবে বিশেষ পরিচিত। তালগাছে বাসা বাঁধে বিভিন্ন প্রজাতির পাখি।সাম্প্রতিককালে বেড়েছে বজ্রপাতে মৃত্যু। বজ্রপাতে যেন আর কোন প্রাণ ঝরে না পড়ে সে চিন্তা ভাবনা থেকেই এ ব্যতিক্রমী উদ্যোগ। শৈলকূপা উপজেলার নির্বাহী অফিসার স্নিগ্ধা দাসের নেতৃত্বে তাল গাছের চারা রোপন করা হয় এসময় উপস্থিত ছিলেন,শোলকুপো আঞ্চলিক কতা কওয়া গুষ্টির প্রতিষ্ঠাতা পরিচালক নুরুজ্জামান কয়েল, ইব্রাহিম খলিল, এডমিন ফারুক আহমেদ, সাকিবুল ইসলাম সহ অন্যান্য সদস্যরা।উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাস বলেন, আমাদের দায়িত্ব রয়েছে পরিবেশ রক্ষা করা। সম্প্রতি উপজেলায় বজ্রপাতে কৃষকের মৃত্যু হয়েছে। তালগাছ বজ্রপাত থেকে রক্ষা করে। আমি আশা করি এই উদ্যোগটি এলাকাবাসী এবং অন্যান্য সেবা সংস্থাকে আরও সচেতন করবে এবং পরিবেশ রক্ষায় ভূমিকা রাখবে।এমন উদ্যোগে যে শুধু পরিবেশ উপকৃত হবে তা নয়। এই গাছগুলো ভবিষ্যতে এলাকার সৌন্দর্য বৃদ্ধি করবে। প্রকৃতির প্রতি এই ভালোবাসা এবং দায়িত্ববোধ আমাদের পরিবেশ রক্ষায় আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে, এমনটাই মনে করছেন শোলকুপো আঞ্চলিক কতা কওয়া গুষ্টি।