শ্রীপুরে আপন ভাইয়ের অত্যাচারে অতিষ্ঠ ছোট ভাইয়ের পরিবা
শ্রীপুর গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুরে বরমী ইউনিয়নের গাড়ারণ এলাকায় আপন বড় ভাইয়ের অত্যাচারে অতিষ্ঠ ছোট ভাই সহ পরিবারের লোকজন। দীর্ঘ আট বছর ধরে এমন অত্যাচার নির্যাতনের শিকার আপন ছোট ভাই মোঃ রুহুল আমিন। এই ঘটনায় মোঃ রুহুল আমিন বাদী হয়ে শ্রীপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযুক্তরা হলেন – বরমী ইউনিয়ন গাড়ারণ এলাকার মৃত মফিজুল ইসলামের ছেলে আবুল কাশেম, আবুল কাশেমের ছেলে মোঃ রাসেল মিয়া, বিলকিস আক্তার।
অভিযোগ সূত্রে ও মোঃ রুহুল আমিন জানান, আমার আপন বড় ভাই আবুল কাশেমের অত্যাচারে দীর্ঘ আট বছর ধরে আমার পরিবার হয়রানির শিকার হচ্ছে। আমার দখলকৃত জমিতে জোরপূর্বক ভাবে গত ২/৬/২০২৫ ইং তারিখে সকাল সাড়ে নয়টার দিকে আমার বসতবাড়ির টিনের বেড়া ভাংচুর করে। আমাকে মারধর করে হুমকি ধামকি দিয়ে অশ্লীল ভাষায় গালিগালাজ করে। এখন আবারও অত্যাচার নির্যাতনের হুমকি ধামকি দিয়ে যাচ্ছেন। আমিসহ আমার পরিবারের লোকজন নিরাপত্তাহীনতায় ভুগতেছি। যে কোন সময় আমাদের উপর হামলা চালিয়ে মারধর করতে পারে।
আবুল কাশেমের সঙ্গে যোগাযোগ করতে গেলে তাকে পাওয়া যায়নি। শ্রীপুর মডেল থানার ওসি মহাম্মদ আব্দুল বারিক পিপিএম জানান, অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।