সুজন তানোর (রাজশাহী) প্রতিনিধি:
রাজশাহীর তানোর উপজেলার কামার গাঁ ইউনিয়নের নারী ও পুরুষদের নিয়ে বিএনপির নির্বাচনী উঠান বৈঠক ও তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ অক্টোবর) বিকালে উপজেলার মহাদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।তানোর উপজেলা জিয়া মঞ্চ এর সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ এম এস কিবরিয়ার সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ০৬ নং কামারগাঁ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহিনুর নবী ডায়মন্ড।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
তানোর উপজেলা জিয়া মঞ্চ এর সিনিয়র যুগ্ন আহ্বায়ক মোঃফারুক,০৬ নং ওয়ার্ড কৃষক দলের সভাপতি,মোঃ আজাহার আলী,আনিছুর রহমান,জনি, আমিনুলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও এলাকার সর্বস্তরের জনগণ।প্রধান অতিথি শাহিনুর নবী ডায়মন্ড তার বক্তব্য বলেন,বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত “রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা “জনগণের মাঝে তুলে ধরতে এবং মাঠ পর্যায়ে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সাবেক সামরিক সচিব ও রাজনৈতিক উপদেষ্টা পরিষদের সদস্য মেজর জেনারেল (অবঃ) শরিফ উদ্দিন এর হাতকে আরো শক্তিশালী করতে উঠান বৈঠক করে বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে।উঠান বৈঠকে বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সাবেক সামরিক সচিব ও রাজনৈতিক উপদেষ্টা পরিষদের সদস্য মেজর জেনারেল (অবঃ) শরিফ উদ্দিন গন মানুষের আস্থার প্রতীক ধানের শীষের পক্ষে ভোট দেওয়ার জন্য অনুরোধ করেন।