সোনাইমুড়ীর সাংবাদিক কারাগারে, বরিশাল আদালতে ভূতুড়ে মামলা
ইয়াছিন শরীফ অনিক,
নোয়াখালী প্রতিনিধি: বরিশাল আদালতে ভূতুড়ে মামলায় নোয়াখালীর সোনাইমুড়ী সাংবাদিক জসিম উদ্দিন রাজকে ভুতুড়ে মামলায় আটক দেখিয়ে বরিশাল কারাগারে পাঠিয়ে নোয়াখালী কারা কর্তৃপক্ষ।
শনিবার (১৮ অক্টোবর) সকালে তাকে নিয়ে পুলিশ বরিশালের উদ্দেশ্যে রওয়ানা দেওয়া হয়। এর আগে বুধবার (১৬ অক্টোবর) বিকেলে সোনাইমুড়ী শহরের ভাড়াবাসা থেকে তাকে গ্রেফতার করে সেনবাগ থানা পুলিশ। সেনবাগ থানা পরিদর্শক (তদন্ত) হযরত আলী জনায়, গত ২০১৯ সালের সিআর ১৭৪ রং মামলার গ্রেফতারি ফরোয়ানা থাকায় তাকে গ্রেফতার করা হয়। তার পিতার নাম অজ্ঞাত। ঠিকানা দেখানো হয় সেনবাগ উপজেলার ছাতারপাইয়া ইউনিয়নের বিরামপুর গ্রামে। তার শশুর বাড়ীর ঠিকানায়।
গ্রেফতারকৃত সাংবাদিক জসিম উদ্দিন রাজ দৈনিক স্বদেশ প্রতিদিন পত্রিকার সোনাইমুড়ী উপজেলা প্রতিনিধি ও উপজেলার নদনা ইউনিয়নের কালুয়াই গ্রামের মৃত আবদুল জলিলের ছেলে।
বৃহস্পতিবার দুপুরে আটক সাংবাদিক জসিম উদ্দিন রাজকে নোয়াখালী চিফজুডিশিয়াল ম্যাজিষ্ট্রেটের আদালতে তোলা হলে তার পক্ষের আইনজীবি এ্যাডভোকেট শাকিল আহম্মেদ জামিন আবেদন করেন। আদালত আগামীকাল (১৯) অক্টোবর রবিবার জামিন শুনানীর দিন ধার্য করে হেফাজতে পাঠায়।
সাংবাদিক জসিম উদ্দিনের স্ত্রী ছালেহা বেগম জানায়, আমার স্বামী কখনো বরিশাল যাননী বা সেখানে কোন রুপ অপরাধ সংগঠিত করেনি। তার বিরুদ্ধে মামলা হওয়ার কোন কারন নেই। তাছাড়া তার নিজস্ব ঠিকানা সোনাইমুড়ীতে কিন্তু সেনবাগ থানায় তার বিরুদ্ধে ওয়ারেন্ট হওয়া পরিকল্পিত ও তাকে ফাঁসানো হয়েছে। সে বিভিন্ন সময়ে অপরাধীদের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে কোন অপরাধী চক্রান্ত করে বরিশাল আদালতে তার বিরুদ্ধে মামলা করে হয়রানী করছে। এটা একটি ভুতুড়ে মামলা।
সোনাইমুড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম বলে, সেনবাগ থানা পুলিশ সোনাইমুড়ীতে অভিযান পরিচালনার লিখিত কোন অনুমোতি নেয়নি বা স্থানীয় পুলিশের সহায়তা চায়নি সেনবাগ থানা পুলিশ।