সদরপুরে দৃষ্টিনন্দন বাঁশের সাঁকো উদ্বোধন করলেন কৃষকদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবু
ভাঙ্গা ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের পেঁয়াজখালি বাজার সংলগ্ন ভুবনেশ্বর নদের উপর নির্মিত একটি দৃষ্টিনন্দন বাঁশের সাঁকোর উদ্বোধন করা হয়েছে।
রবিবার (২০ অক্টোবর) দুপুরে সাঁকোটির উদ্বোধন করেন কেন্দ্রীয় কৃষকদলের সাধারণ সম্পাদক ও ফরিদপুর-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী জনাব শহিদুল ইসলাম খান বাবুল।
সাঁকো নির্মাণে আর্থিক সহায়তা দেন কৃষকদলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জনাব আলমগীর কবির। স্থানীয় নেতাকর্মীদের সহযোগিতায় সম্পূর্ণ হয় সাঁকোটি।
এলাকার স্থানীয়রা জানান, ভুবনেশ্বর নদের উপর এই সাঁকো না থাকায় দুই তীরের মানুষ, বিশেষ করে স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে চরম ভোগান্তিতে ছিলেন। সাঁকো নির্মাণের ফলে দুই প্রান্তের মানুষের যোগাযোগ ব্যবস্থায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে শহিদুল ইসলাম বাবুল বলেন,
> “আমাদের নেতা তারেক রহমান বলেছেন— ভয় দিয়ে নয়, ভালোবাসা দিয়েই আমরা মানুষের মন জয় করবো।
কৃষকদল মানুষের পাশে থেকে ভালোবাসা ও সেবা নিয়েই এগিয়ে যাচ্ছে।”
তিনি আরও বলেন,
> “ইনশাআল্লাহ, আমরা মানুষের জন্য, মানুষের পাশে থেকে ফরিদপুর-৪ আসনের প্রতিটি এলাকায় উন্নয়ন ও সহযোগিতার বার্তা পৌঁছে দেব।”
এ সময় স্থানীয় কৃষকদল, যুবদল, স্বেচ্ছাসেবকদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।