গাজীপুরের ভাওয়ালগড়ে স্বেচ্ছাসেবক দলের লিফলেট বিতর
নজরুল ইসলাম,গাজীপুর
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন এবং গাজীপুর-৩ আসনের সম্ভাব্য ধানের শীষের প্রার্থী অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চুর বার্তা জনগণের মাঝে পৌঁছে দিতে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ অক্টোবর) সন্ধ্যায় গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এ লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়।
লিফলেট বিতরণ কর্মসূচিতে নেতৃত্ব দেন আমজাদ হোসেন সোহাগ ও আমিনুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাওয়ালগড় ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম স্বপন।
এ সময় আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের প্রচার সম্পাদক শাকিল আহমেদ, ছাত্রদল নেতা ফজলে রাব্বি, স্বেচ্ছাসেবক দল নেতা সুলতান, রাকিব, আসাদ, দেলোয়ার, উমর ফারুক শেখ, সজিব, মান্নান, কালাম, তানভীর, রুবেল, মাছুম, মমিনুল ও শাহা আলমসহ অন্যান্য নেতাকর্মীরা।
লিফলেট বিতরণকালে নেতৃবৃন্দ বলেন, তারেক রহমানের নেতৃত্বে জনগণের গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারে বিএনপি ও অঙ্গসংগঠনগুলো ঐক্যবদ্ধভাবে কাজ করছে।