শ্রীপুর গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুরে পৌর ৪নং ওয়ার্ড ভাংনাহাটি মোল্লা বাড়ী এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে নারীসহ ৩ জনকে মারধরের অভিযোগ উঠেছে। ১৮ অক্টোবর সন্ধ্যায় উপজেলা পৌর ভাংনাহাটি মোল্লা বাড়ী এলাকায় এঘটনা ঘটে। এই ঘটনায় ভাংনাহাটি মোল্লা বাড়ী এলাকার জাহাঙ্গীর মোল্লার স্ত্রী মোছাঃ মাকসুদা বাদী হয়ে শ্রীপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযুক্তরা হলেন – একই এলাকার মৃত মোকলেস মোল্লার দুই ছেলে ইকবাল, কাজল মিয়া, মৃত তফর আলীর ছেলে মোবারক, মোফাজ্জল, মোবারকের ছেলে মাসুম, আবুল হোসেনের ছেলে আতিক সহ অজ্ঞাত ৪/৫ জন।
অভিযোগ ও মাকসুদা জানান, আমাদের জমি সংক্রান্ত বিষয় নিয়ে সন্ধ্যায় শ্রীপুর থানায় বসার কথা ছিল। এই সুযোগে পূর্ব পরিকল্পিত ভাবে আমার স্বামী কে একা পেয়ে খুন জখমের উদ্দেশ্যে আক্রমণ করে। তাহার ডাকচিৎকারে আমি ও আমার ছেলে নাজমুল হাসান অন্তর বাঁচাতে এগিয়ে আসলে আমাকে টানা হেচড়া করে। আমার পায়েও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। এবং আমার ছেলে কে হত্যার উদ্দেশ্যে আক্রমণ করে।
জাহাঙ্গীর মোল্লা বলেন, জমি সংক্রান্ত জেরে আমাকে রাস্তার মধ্যে একা পেয়ে পরিকল্পিত ভাবে হামলা চালায়। আমার স্ত্রী ছেলে কে হত্যার উদ্দেশ্যে আক্রমণ করে। আমার স্ত্রী পা ভেঙ্গে গেছে। এখন শ্রীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। আমি এই ঘটনার বিচার চাই।
শ্রীপুর মডেল থানার ওসি মহাম্মদ আব্দুল বারিক পিপিএম জানান, অভিযোগ পেয়েছি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।