ভাঙ্গা ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের চর ডুবাইল গ্রামে পিতার স্বত্বভুক্ত জমির গাছ জোরপূর্বক কেটে ফেলার অভিযোগ উঠেছে দুই ছেলের বিরুদ্ধে।
এ ঘটনায় ভুক্তভোগী পিতা আব্দুর রহিম বয়াতী (৭০) শনিবার (১৮ অক্টোবর ২০২৫) সকাল ৮টার দিকে সদরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, তার দুই পুত্র রিয়ন বয়াতী ও ফারুক বয়াতী, তাদের সহযোগী সাজ্জাত মুন্সী ও বশির বয়াতীকে সঙ্গে নিয়ে তার মালিকানাধীন জমির গাছপালা কেটে নেয়।
আব্দুর রহিম বয়াতী জানান, তিনি বাধা দিতে গেলে অভিযুক্তরা তাকে গালিগালাজ, মারধর ও হত্যার হুমকি দেয়। তিনি আশঙ্কা করছেন, সম্পত্তির লোভে তার দুই ছেলে যেকোনো সময় বড় ধরনের ক্ষতি করতে পারে।
অভিযোগ পাওয়ার পর চন্দ্রপাড়া ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাছ কাটা বন্ধ করে দেয়। তবে এক ঘণ্টা পর আবার অভিযুক্তরা কাটা গাছগুলো সরিয়ে নিয়ে যায় বলে স্থানীয়রা জানান।
ভুক্তভোগী আব্দুর রহিম বলেন,
“ঘটনাস্থলে পুলিশ গাছ কাটা বন্ধ করে দেয়। কিন্তু এক ঘণ্টা পরে আমার পুত্ররা গাছগুলো সরিয়ে ফেলে। এরপর সদরপুর থানায় গেলে আমাদের মামলা দিতে বলা হয়। দুই-তিন ঘণ্টা বসিয়ে রেখে পরে মামলা না নিতে বলে দেয়। সকালে এসআই বোরহান উদ্দিন বলেন, ‘তদন্তে দেখা গেছে, গাছগুলো আপনারাই নিয়ে গেছেন।’”
এ বিষয়ে সদরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।