রামপাল উপজেলা ছাত্রদলের নবনির্বাচিত নেতৃবৃন্দদের সংবর্ধনা অনুষ্ঠানে কৃষিবিদ শামী
মোঃ ইকরামুল হক রাজিব
বিশেষ প্রতিনিধি
২৫ শে অক্টোবর বৃহস্পতিবার বিকালে রামপাল উপজেলার সকল কলেজ ও মাদ্রাসারমাদ্রাসার জাতীয়তাবাদী ছাত্রদলের নবনির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন । বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক ও জিয়াউর রহমান ফাউন্ডেশন এর সম্মানিত ডাইরেক্টর এবং বাগেরহাট -২(রামপাল, মোংলা, ফকিরহাট) আসনের বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী জনাব শামিমুর রহমান শামীম।
এই সময় তিনি বলেন- ছাত্রদল হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সহযোগী ছাত্র সংগঠন, যা ১৯৭৯ সালে প্রতিষ্ঠিত হয় এবং বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের সাথে যুক্ত ছাত্র-ছাত্রীদের প্রতিনিধিত্ব করে। এটি ছাত্র-ছাত্রীদের অধিকার ও স্বার্থ রক্ষার জন্য কাজ করে এবং রাজনৈতিক প্রক্রিয়ায় ছাত্র সমাজের অংশগ্রহণ নিশ্চিত করতে ভূমিকা রাখে। ছাত্রদল হলো বিএনপির হৃদপিণ্ড। ছাত্রদলকে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের সাথে চলতে হবে। ছাত্রদের কল্যাণের জন্য ছাত্রদল প্রতিষ্ঠিত হয়েছে। ছাত্র রাজনীতি থেকে জাতীয় নেতা পরিণত হতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনা নিয়ে আগামী নির্বাচনে ছাত্রদল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
তিনি আরো বলেন, ছাত্রদলের সবসময় খেয়াল রাখতে হবে দেশের অকল্যাণমূলক কোনো কাজ হতে না পারে। ছাত্রদলের কোন সদস্য যেন নিষিদ্ধ ছাত্রলীগ এর মতন ব্যবহার না করে। আগামী নির্বাচনে জনগণ বিএনপিকে ব্যালট এর মাধ্যমে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিবে। বিএনপি প্রতিষ্ঠা থেকে জনগণের জন্য কাজ করে গেছেন এবং ভবিষ্যতে কাজ করে যাবেন।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সভাপতি রামপাল উপজেলা বিএনপি আলহাজ্ব শেখ হাফিজুর রহমান তুহিন
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মোঃআলতাব হোসেন বাবু,
সাংগঠনিক সম্পাদক রামপাল উপজেলা বিএনপি মোঃ আল আমিন হাওলাদার,
সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রামপাল উপজেলা বিএনপি মোঃ জাহেদুর রহমান টুটুল,
উক্ত অনুষ্ঠান আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ এর আয়োজনে, সদস্য আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ কেন্দ্রীয় নির্বাহী কমিটির শেখ তাহিদুল ইসলাম এর সঞ্চালনায় ও সভাপতি রামপাল সদর ইউনিয়ন বিএনপি ৫ নং ওয়ার্ড মোঃ আবু বক্কর সিদ্দিক এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এইসময় রামপাল সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদল, সুন্দরবন মহিলা কলেজ, আবুল কালাম ডিগ্ৰি কলেজ, ফকিরহাট সরকারি কলেজ সহ বিভিন্ন স্কুল মাদ্রাসার ছাত্রদলের নব নির্বাচিত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।