জাভান হোটেলের সুনাম ক্ষুন্ন করতে কিছু মহল উঠে গুজব ছড়াচ্ছ
ষ্টাফ রিপোর্টার
বাংলাদেশের রাজধানী ঢাকা সহ বিভাগীয় শহরে রয়েছে তিন তারকা ও পাঁচ তারকা মানের বার, হোটেল,মোটেল।
তারই আদলে গাজীপুর মহানগর এর টঙ্গী পূর্ব থানা টঙ্গী _ পূবাইল মহাসড়কের আমতলীতে অবস্থিত বহুল আলোচিত ও জনপ্রিয় জাভান হোটেল এন্ড বার।
সরকারি নিয়ম মেনে বাংলাদেশ সরকারের ভ্যাট ট্যাক্স দিয়ে সুনামের সাথে দীর্ঘ দিন যাবত ব্যাবসা পরিচালনা করে আসছেন।
কিন্তু দুঃখের বিষয় টঙ্গী সহ উত্তরা ও গাছা পূবাইল এর কিছু নাম সর্বস্ব ও অনলাইন পোর্টাল, ইউটিউবার, ও সদ্য বিকাশিত স্যাটেলাইট চ্যানেল জাভান বার এন্ড হোটেল এর সুনাম ক্ষুন্ন করতে একের পর এক বিভ্রান্তি মূলক নিউজ পাবলিষ্ট করে চলেছে।
এই নাম সর্বস্ব হীন অনলাইন পোর্টাল, ইউটিউব,ও স্যাটেলাইটে নিউজ পাবলিষ্টের জন্য বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হচ্ছে জাভান হোটেল এন্ড বার এর ব্যবস্থাপনা পরিচালক ও সকলের।
মাত্র কিছুদিন আগে একটি স্যাটেলাইট চ্যানেলে জামান হোটেল কে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। যেখানে দেখা যায় নূন্যতম এক বছর আগের ছবি ও ভিডিও ফুটেজ দিয়ে নিউজ পাবলিষ্ট করে।
এটা কখনোই কাম্য নয়।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক মানুষের বক্তব্য জাভান হোটেলে একশোর ও বেশি মানুষের কর্মসংস্থান রয়েছে, এই জাভান হোটেল এন্ড বার বন্ধ হয়ে গেলে এই কর্মজীবী মানুষগুলো বেকার হয়ে যাবে।
এতো গুলো মানুষের সাথে আরো হাজার জন জরিত।
কেউ কেউ আক্ষেপ করে বলেন যে সকল সাংবাদিক নামের সাংঘাতিকেরা জাভান হোটেলের পিছে উঠে পড়ে লেগেছে, জামানের সুনাম ক্ষুন্ন করছে,তারা কি কেউ একজন বেকারের কর্মসংস্থান তৈরি করে দিতে পারবে ? যেহেতু পারবে না তাহলে এতো এলার্জি কেন জাভান কে নিয়ে ?
জাভান হোটেলের ব্যাবস্থাপনা পরিচালক মোঃ সাইমন খান বলেন আমরা সরকারি নিয়ম মেনেই বার পরিচালনা করছি। কিন্তু যারা কারন ছারা ,অকারনে হোটেলের ব্যাবসায়িক সুনাম ক্ষুন্ন করেছে, আমি প্রশাসনের কাছে বিনিত অনুরোধ করবো,যারা মিথ্যা প্রোপাগান্ডা ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য।
হোটেলকে রক্ষা করার জন্য, দেশের বেকারত্ব দূর করার জন্য।