মধ্যরাতে শেষ হচ্ছে নিষেধাজ্ঞা ।। ইলিশ শিকারে নামছেন জেলের
ফৌজি হাসান খান রিকু,
স্টাফ রিপোর্টার-
মা ইলিশ রক্ষার জন্য আরোপিত ২২ দিনের নিষেধাজ্ঞা শনিবার (২৫ অক্টোবর) দিবাগত
মধ্যরাত (১২টার পর) থেকে শেষ হচ্ছে, দেশের নদী ও সাগরে ইলিশ ধরতে নামবেন জেলেরা। যার ফলে জেলে পল্লিগুলোতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইলিশ শিকারে নামার জন্য সব প্রস্তুতি সম্পন্ন করেছেন জেলেরা। নিষেধাজ্ঞা শেষে পদ্মা ও মেঘনা নদীতে মাছ ধরার জন্য নৌকা, জাল মেরামত করে প্রস্তুত তাঁরা।
ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ডিমওয়ালা মা ইলিশ রক্ষায় প্রতি বছরের মতো এবারও ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিনের জন্য দেশব্যাপী ইলিশ আহরণ, পরিবহন, বিপণন ও মজুত নিষিদ্ধ করেছিল সরকার। নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে দেশের ইলিশের অভয়াশ্রম হিসেবে চিহ্নিত বিভিন্ন এলাকায় এবং বঙ্গোপসাগরের বাংলাদেশের জলসীমায় সব ধরনের মাছ ধরা বন্ধ ছিল। এই সময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চালানো মোবাইল কোর্টের মাধ্যমে আইন অমান্যকারী জেলেদের জেল-জরিমানা করা হয়। এই নিষেধাজ্ঞার কারণে এবার গত বছরের চেয়ে মাছের উৎপাদন রেকর্ড পরিমাণে বাড়তে পারে এমনটাই আশা করছেন মৎস্য কর্মকর্তারা।
শনিবার মধ্যরাতে সেই নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর থেকেই জেলেরা জাল, নৌকা, ট্রলার ও অন্যান্য সরঞ্জাম প্রস্তুত করে ইলিশ শিকারের উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন। মাছ ধরতে যাওয়ার সব প্রস্তুতি সম্পন্ন করে মাহেন্দ্রক্ষণের অপেক্ষায় রয়েছেন হাজার হাজার জেলে। তবে নানান সংকট ও শঙ্কার কথা জানিয়ে নৌকা ও জালসহ বিভিন্ন মাছ ধরার সরঞ্জাম নিয়ে প্রস্তুত হচ্ছেন জেলে ও মহাজনরা। ২২ দিন অলস সময় কাটানোর পর জেলেরা এখন শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন। নদীতে নামার অপেক্ষায় রয়েছে জেলেরা।